• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

এটা টিম গেম, দক্ষিণ আফ্রিকায় ভিন্ন কিছু: মুশফিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৩

এই সিরিজ ছিল টিম গেম। এবার আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলতে যাবো। সেখানে ভিন্ন কিছু অপেক্ষা করছে। বললেন বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয় পেলেও দ্বিতীয়টিতে সাত উইকেটের পরাজয় মেনে তিনি এসব কথা বলেন।

মুশফিকুর রহিম বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিব ও তামিম নিজেদের সেরাটা দিয়েছে যা আমাদের জন্য ইতিবাচক পথ দেখাচ্ছে। তবে কেউ কেউ এ সিরিজে নিজেদের পূর্ণভাবে মেলে ধরতে পারেনি। আমি আশাবাদী দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো কিছুই উপহার দিতে পারব।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার ভিন্ন কন্ডিশনে আমাদের মানিয়ে নিতে হবে। এবারের মতো অবস্থা তৈরি হলে আমরা উতরে যাবার চেষ্টাই করব। কারণ এ সিরিজ থেকে আমরা অনেক কিছুই শিখেছি।

অস্ট্রেলিয়া দলকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা জানতাম যে তারা ম্যাচে ফিরে আসতে চাইবে। কারণ তারা শক্তিশালী একটি দল।

তিনি আরো বলেন, আমরা প্রথম ইনিংসে ৩৫০ রানের মতো চেয়েছিলাম। সেটা করতে না পারার খেসারত দিতে হয়েছে। ম্যাচ জেতা বা হারার মাঝখানে আমাদের অনেক উন্নতি হয়েছে। আরো প্রয়োজন।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিতর্কিত ক্যাচ নিয়ে মুশফিকের নীরব প্রতিবাদ
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
X
Fresh