• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

লিটনের পর সাকিবের বিদায়ে হারের পথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৭ মে ২০২২, ১৩:১৩
লিটনের পর সাকিবের বিদায়ে হারের পথে বাংলাদেশ
ছবি- ক্রিকইনফো

লাঞ্চের পরপরই লিটন দাসের বিদায়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। দুই ওভার পর এবার সাকিব আল হাসানের বিদায়ে হারের প্রহর গুনছে বাংলাদেশ।

লিটনের পর সাকিবের বিদায়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ১৬৩ রান। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে এখন পর্যন্ত মাত্র ২২ রানের।

লাঞ্চের আগে টেস্ট ক্যারিয়ারে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন লিটন। ছিলেন ফিফটির অপেক্ষায়।

ফিরে এসে ফিফটি স্পর্শ করলেও টিকতে পারেননি বেশিক্ষণ। এরজন্য অবশ্য সম্পূর্ণ কৃতিত্ব দেওয়া লাগে লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোকে। নিজের বলে অসাধারণ এক ক্যাচ ধরে লিটনকে ব্যক্তিগত ৫২ রানে ফিরিয়েছেন এই পেসার।

ফার্নান্দোর বলে লিটন সোজা ব্যাটে স্ট্রেইট ড্রাইভ খেলতে গেলে ক্যাচ উঠে যায়। ফলো থ্রুতে ডানে ঝাঁপিয়ে পড়ে নিচু ক্যাচটি তালুবন্দি করেন আসিথা।

লিটনকে ফেরানোর পরের ওভারে সাকিবকেও শিকার করেন আসিথা। তার শর্ট বলে পুল করতে গিয়ে মিসটাইমিং হয় সাকিবের। যা শেষ পর্যন্ত তালুবন্দি করেন উইকেটরক্ষক নিরোশান ডিকেভেলা। ফেরার আগে ৫৮ রান করেছিলেন সাকিব।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh