• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঘরোয়া ম্যাচের আত্মবিশ্বাস দিয়ে রাজিথা বিপদে ফেলছেন বাংলাদেশকে

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২২, ২০:১২
কাসুন রাজিথা

বাংলাদেশ সফরে আসার আগে লঙ্কান পেসার কাসুন রাজিথা সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২০ সালে। এরপর চোটে পড়ে জায়গা হারান জাতীয় দলে। প্রায় দেড় বছর একাদশে জায়গা পেয়েছেন ঠিকই তবে সেটা বদলি খেলোয়াড় হিসেবে।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং করার সময় মাথায় আঘাত পান পেসার বিশ্ব ফার্নান্দো। আঘাত পেলেও ৮ ওভার বোলিং করে মাঠ ছাড়ায় খেলার সুযোগ পান কাসুন রাজিথা।

হুট করে সুযোগ পেলেও ৪ উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করে সরাসরি জায়গা করে নিয়েছেন ঢাকা টেস্টের একাদশে। আগুন ঝরানো বোলিং করেছেন প্রথম ইনিংসে। প্রথম দিনে বাংলাদেশের শুরুর ঘণ্টায় ২৪ রানে ৫ উইকেটের তিনটিই নেন কাসুন রাজিথা। প্রথম দিনে মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত আর সাকিব আল হাসানের পর আজ দ্বিতীয় দিনে নিয়েছেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেনের উইকেট।

লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকলেও কীভাবে নিজেকে তৈরি করেছেন সেটি জানিয়েছেন দ্বিতীয় দিনের খেলা শেষে।

‘বাংলাদেশে আসার আগে আমি বেশ কিছু ঘরোয়া ম্যাচ খেলেছি। আমি সেখানে ভালো করেছি, যা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।’

পুনর্বাসনে থাকলেও কীভাবে নিজেকে ফিরে পেয়েছেন এমন প্রশ্নে রাজিথা বলেছেন, ‘আমি ফিজিও এবং কোচদের সঙ্গে প্রচুর অনুশীলন এবং পুনর্বাসন নিয়ে কাজ করেছি। আগে অনেক ইনজুরিতে পড়েছিলাম। আমি গত ১৮ মাসে অনেক কাজ করেছি। আমি মনে করি এই কারণেই আমি এখানে আছি, এবং ভালো পারফর্ম করছি।’

চট্টগ্রামে স্বাগতিক পেসাররা একটি উইকেটও নিতে পারেননি, ঢাকায়ও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই এবাদত হোসেন-খালেদ আহমেদরা। অথচ লঙ্কান পেসারদের জয়জয়কার। কাসুন এখন পর্যন্ত দুই টেস্টে নিয়েছেন ৯ উইকেট।

উইকেট থেকে কী সুবিধা পাচ্ছেন এ নিয়ে রাজিথা জানিয়েছেন, ‘চট্টগ্রামের উইকেট একটু কঠিন ছিল। ঢাকার উইকেট তুলনামূলক সফট। এটা একটু ধীর গতির। তবে ঢাকায় কিছুটা মুভমেন্ট পাওয়া যাচ্ছে। এটা পেসারদের জন্য ভালো। হয়তো কাল-পরশু টার্ন হবে।’

চলতি টেস্টের ফলাফল কী হতে পারে এমন প্রশ্নে বলেছেন, ‘দারুণ একটা ম্যাচ হতে চলেছে। তবে ফলাফল কী হবে সেটা নির্ভর করছে তৃতীয় দিনের ওপর।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh