• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মুশফিককে ছাড়িয়ে তামিমের অপেক্ষা মাইলফলক ও শতকের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৭ মে ২০২২, ১২:২৪
মুশফিককে ছাড়িয়ে তামিমের অপেক্ষা মাইলফলক ও শতকের
ছবি- ক্রিকইনফো

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শুরু হওয়ার আগে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হওয়ার দৌড়ে মুশফিকুর রহিমের চেয়ে ৮৪ রান পিছিয়ে ছিলেন তামিম ইকবাল। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে দারুণ খেলতে থাকা তামিম ছাড়িয়ে গেলেন মুশফিককে।

তৃতীয় দিন সকালে লঙ্কানদের বিপক্ষে অর্ধশতক হাঁকানো তামিম আছেন শতকের পথে। ইতোমধ্যে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তামিম অপরাজিত আছেন ৮৯ রানে। এর মধ্যে ৮৫ রান পার করতেই মুশফিককে টপকে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হলেন তামিম।

শতকের পথে থাকা তামিম আছেন অন্য আরেকটি মাইলফলকের সামনে। বাংলাদেশের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তামিমের প্রয়োজন আর ৬৩ রান।

তামিম ছাড়াও টেস্টে অর্ধশতকের দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়ও। এই ওপেনার অপরাজিত আছেন ৫৮ রানে। ওপেনিং জুটিতে টাইগারদের পক্ষে জয় ও তামিম তুলেছেন ১৫৭ রান।

দেড়শ রানের ওপেনিং জুটির কল্যাণে ১২ বছরের পুরানো রেকর্ড ভেঙে নিজেদের করে নিলেন তামিম-জয়। টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি গড়েছেন তারা। এর আগে ২০১০ সালে ম্যানচেস্টারে তামিম-ইমরুলের ১২৬ রান ছিল সর্বোচ্চ।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
থালাপতি বিজয়ের ‘হুইসেল পোডু’ গানে উত্তাল নেটদুনিয়া (ভিডিও)
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh