• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১১ মে ২০২২, ১৬:০০
বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচ
ছবি- সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে যথার্থ অনুশীলন করতে পারল না সফরকারী শ্রীলঙ্কা। বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেল।

বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দুই দিনই মাঠে নেমেছে শ্রীলঙ্কা। তবে খেলতে পারেনি ১৮ ওভারের বেশি। প্রথমদিন বৃষ্টিতে মাত্র ৮ ওভার মাঠে গড়ায়। দ্বিতীয় দিনও শ্রীলঙ্কা খেলতে পারে মাত্র ১০ ওভার।

সব মিলিয়ে ১৮ ওভার ২ বল খেলতেই বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় দায়িত্বপ্রাপ্ত রেফারি। এর আগে ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে দিমুথ করুণারত্নের দল তুলতে পারে মাত্র ৫০ রান।

প্রথমদিন ব্যক্তিগত ২ রান করে মুকিদুল ইসলাম মুগ্ধের বলে আনামুল হক বিজয়ের কাছে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক দিমুথ। দ্বিতীয় দিন আসিথ ফার্নান্দো ২৬ ও কুশল মেন্ডিস ২২ রানে অপরাজিত থাকতেই খেলা পণ্ড হয়ে যায়।

১৫ মে চট্টগ্রামের প্রথম টেস্ট খেলার জন্য আগামীকাল বন্দরনগরীর উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh