• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো নেদারল্যান্ডস

আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ০৮:৫৮
ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের টেবিলে সাত ধাপ এগিয়েছে আফগানিস্তান।

মঙ্গলবার কাতারের দোহায় আফগানদের দেওয়া ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৯ রানে গুটিয়েং যায় ডাচরা। ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নাজিবুল্লাহ জাদরান।

পিটার সিলারদের বিপক্ষে ৩০ পয়েন্ট তুলে সুপার লিগের টেবিলে ৫ নম্বরে উঠে এসেছে আফগানরা। সিরিজ শুরুর আগে তারা অবস্থান করছিল ১২ নম্বরে।

৬ ম্যাচে রশিদ খানদের সংগ্রহ ৬০ পয়েন্ট। টেবিলের শীর্ষে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৯৫ পয়েন্ট। ১২ ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে ছয় নম্বরে। ৭ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে।

উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৬ রানে পরাজিত করে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে আফগানরা জয় তুলে নেয় ৪৮ রানের ব্যবধানে। এবার তৃতীয় ম্যাচ ৭৫ রানে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতিছে তারা।

এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন যে প্রধানমন্ত্রী
X
Fresh