• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিপিএল

বিপিএল শুরুর আগে বিসিবিতে করোনার হানা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২২, ১৯:৩৭

দেশে অতিমাত্রায় বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আগামীকাল শুক্রবার মাঠে গড়াবে ৬ দলের এই টুর্নামেন্ট।

দলগুলোকে এরই মধ্যে নেয়া হয়েছে জৈব সুরক্ষা বলয়ে। খুলনা টাইগার্সের সৌম্য সরকার, মিনিস্টার ঢাকার রিশাদ হোসেনসহ কয়েকটি দলের বেশ কয়েকজনের করোনা আক্রান্তের খবর পাওয়া যায়।

এবার করোনাভাইরাস হানা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্টাফদের।

বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী আরটিভি নিউজকে জানিয়েছেন, ''বিসিবির অফিসিয়াল ফটোগ্রাফার রতন গোমেজসহ অন্তত ১০ জন কোভিড পজিটিভ হয়েছে। সবাইকে এরই মধ্যে আইসোলেশনে নেয়া হয়েছে।''

আগামীকাল বিপিএলের উদ্বোধনের আগে এমন খবর স্বাভাবিক ভাবেই উদ্বেগজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৮৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ১৮০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭০ শতাংশ।

এম/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh