• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

হোঁচট খেল বার্সা, বড় জয় রিয়ালের

অনলাইন ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২২, ১১:২৯

গ্রানাডার মাঠে ধুঁকে ধুকে অনেকটা সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গিয়ে পয়েন্ট হারালো জাভি হার্নান্দেজের দল। এদিকে ঘরের মাঠে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

গ্রানাডার বিপক্ষে শনিবার রাতে ১-১ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা। লুক ডি জঙের গোলে ৫৭ মিনিটে এগিয়ে যাওয়া দলটি ধাক্কা খায় ৭৯ মিনিটে গাভির লাল কার্ড দেখার পর।


ঠিক এর দশ মিনিট পর (৮৯ মিনিটে) গোলও খেয়ে বসে দশজনের বার্সা। শেষ সময়ে গোল করে গ্রানাডাকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন অ্যান্তোনিও পুর্তাস।

করিম বেনজেমা আর ভিনিসিয়াস জুনিয়রের নৈপুণ্যে ৪-১ ব্যবধানে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বেনজেমার পেনাল্টিতে ৪৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল।

৫২ মিনিটে গোল পান ভিনিসিয়াস জুনিয়র। এর ৯ মিনিটের মাথায় (৬১ মিনিটে) আরও এক গোল তুলে নেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। ৭৬ মিনিটে ভ্যালেন্সিয়ার গনকালো গুদেস একটি গোল শোধ করেছিলেন। কিন্তু ৮৮ মিনিটে করিম বেনজেমা ব্যবধান ৪-১ করে দেন।

টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার ম্যাচ হাতে রেখেই শিরোপা পুনরুদ্ধার রিয়ালের
রিয়াল মাদ্রিদে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বায়ার্ন কোচ টুখেল
ভিনিসিয়ুসের জোড়া গোলে বায়ার্নকে রুখে দিলো রিয়াল মাদ্রিদ
‘ইউরোপিয়ান ক্লাসিকো’তে বায়ার্নের মুখোমুখি রিয়াল মাদ্রিদ 
X
Fresh