• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

আরো তিন ধাপ এগোলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০১৭, ২২:২১

সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচের আগে প্রকাশিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি’র ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রকাশিত র‌্যাংকিংয়ে আরো তিন ধাপ এগোলেন তিনি।

৬০০ রেটিং পয়েন্ট নিয়ে কাটার মাস্টারের অবস্থান এখন ১৫ নম্বরে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এক উইকেট পান মুস্তাফিজ। সব মিলিয়ে ওই সিরিজে সাত উইকেট পান তিনি।

বোলার র‌্যাংকিংয়ে মুস্তাফিজের সঙ্গে উন্নতি হয়েছে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার। এক ধাপ এগিয়ে নয় নম্বরে সাকিব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফিও এক ধাপ এগিয়ে এখন ১৪ নম্বরে। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আগের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।

মঙ্গলবার প্রকাশিত এ ওয়ানডে র‌্যাংকিংয়ে সবচে’ বড় সুখবর পেয়েছে এক নম্বরে থাকা দল দক্ষিণ আফ্রিকা। তারা এবারের চ্যাম্পিয়নস ট্রফি খেলবে শীর্ষ ব্যাটসম্যান ও বোলার নিয়ে।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ৭ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে শীর্ষ বোলার ২২ বছরের কাগিসো রাবাদা। ১৯৯৮ সালে সাকলাইন মোশতাকের পর সর্বকণিষ্ঠ বোলার হিসেবে এক নম্বরে উঠলেন তিনি। নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে প্রোটিয়া তুরুপের তাস পেছনে ফেলেছেন স্বদেশী ইমরান তাহিরকে।

এছাড়া আগের মতোই ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য
মুস্তাফিজের বাজে দিনে চেন্নাইয়ের জয়
আইপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজ
মুস্তাফিজের ২ উইকেটে জিতল চেন্নাই
X
Fresh