• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের লক্ষ্য ৩২৫

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০১৭, ১৯:৪৫

বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করতে পেরেছে ভারত। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩২৫ রান।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে প্রথম ব্যাট করে ভারত।

মাত্র ৩ বলে এক রান করে রুবেল হোসেনের বলে আউট হন ভারতের ওপেনার রোহিত শর্মা। ২১ বলে ১১ রান করা আজিঙ্কা রাহানেকে মাঠছাড়া করেন মুস্তাফিজুর রহমান।

আরেক ওপেনার শিখর ধাওয়ান ৬৭ বলে ৬০ রান করে সানজামুলে বলে ক্যাচ তুলে দেন মেহেদি হাসান মিরাজের হাতে। এর পর ৩৮ বল থেকে ৩১ রান করা কেদার জাদবকেও আউট করেন সানজামুল।

৭৭ বল থেকে ৯৪ রান করে স্বেচ্ছায় অবসরে যান দিনেশ কার্তিক। রবিন্দ্র জাদেজা ৩৬ বলে ৩২ রান করে রুবেলের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর ৪ বলে ৫ রান করা রবিচন্দ্রন অশ্বিনকেও আউট করেন রুবেল্‌।

৫৪ বলে ৮০ রান করা হার্দিক পান্ডে ও ১ বলে ১ রান করা ভুবনেশ্বর কুমার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

এ ম্যাচে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পরিবর্তে টস করতে আসেন সাকিব আল হাসান। তিনি বিরাট কোহলিকে টসে হারিয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-১ ও গাজী টিভি।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৩৪১ রান করেও শেষদিকে নাটকীয়ভাবে পাকিস্তানের কাছে ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ।অন্যদিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাক-ওয়ার্থ (ডিএল) পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারায় ভারত। এ ম্যাচ জিতে আত্মবিশ্বাসে রসদ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করতে চায় টাইগাররা।

আসছে ১ জুন এজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে ৪ জুন ‘বি’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবেলা করবে ভারত।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh