• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রাম টেস্ট

হাসপাতালে ইয়াসির, ২৪ ঘণ্টা থাকবেন পর্যবেক্ষণে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২১, ১৩:৩৫

শাহীন আফ্রিদির বাউন্সার মাথায় লেগে হাসপাতালে যেতে হলো ইয়াসির আলীকে। এই ডানহাতি ব্যাটারের সিটি স্ক্যান করানো হয়েছে। তবে গুরুতর কিছু হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে।

তবে আগামী ২৪ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে তাই চলতি টেস্টে আর খেলা হচ্ছে না ইয়াসিরের। তার কনকাশন বদলি হিসেবে খেলছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

চতুর্থ দিনের শুরুতে মুশফিকুর রহিমের বিদায়ের পর বিপাকে পড়া দলের ঢাল হয়ে দাঁড়ান ইয়াসির আলী ও লিটন দাস। দুজনে ভালোই সামলাচ্ছিলেন হাসান আলী আর শাহিন আফ্রিদির দ্রুতগতির বলগুলো।

তবে দুর্ভাগ্যবশত ২৯তম ওভারের পঞ্চম বলে শাহীন শাহ আফ্রিদির দ্রুত গতির বাউন্সার মাথায় লাগলে ব্যথা পান ইয়াসির আলী। এরপর চিকিৎসকের পর্যবেক্ষণের পর আবারও ব্যাটিং শুরু করেন তিনি।

কিন্তু পরের ওভারে ব্যাটিং করার পর আর থাকতে পারেননি উইকেটে। নোমান আলীর ওভার শেষ করেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন ইয়াসির। অবসরে যাওয়ার আগে ৭২ বলে ৩৬ রান করেছেন।

এমআর/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh