• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

৮৩ রানেই নেই বাংলাদেশের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ১৫:১৮
৮৩ রানেই নেই বাংলাদেশের ৫ উইকেট
ছবি: সংগৃহীত

৮৩ রানেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আবার পড়ে গেছে বিপাকে। ক্রিজে এখন নতুন দুই ব্যাটসম্যান নুরুল হাসান ও মেহেদী হাসান।

ম্যাচের প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন সাইফ হাসানকে। অভিষেক ম্যাচে ১ রানে আউট হওয়ার পর তরুণ ওপেনার এবার মারলেন গোল্ডেন ডাক। সাইফের পথই অনুসরণ করলেন আরেক ওপেনার নাঈম শেখ। পরের ওভারে মোহাম্মদ ওয়াসিমের শিকারে পরিণত হন তিনি।

দুই ওপেনার চলে গেলে জুটি গড়ায় ব্যস্ত হন আফিফ ও শান্ত। কিন্তু ইনিংস বাজেভাবে শেষ করেন আফিফ। শাদাব খান ডেলিভারিট করার আগেই রিভার্স সুইপের পজিশনে চলে যান আফিফ।

খেলার এই পর্যায়ে শান্তর সঙ্গী হন অধিনায়ক মাহমুদউল্লাহ। জুটি গড়তে গড়তে জুটি বেঁধেই আউট মাহমুদউল্লাহ- শান্ত। এ দুজনকে ৫ বলের মধ্যে হারিয়ে বাংলাদেশ আবার পড়ে গেছে বিপাকে।

এর আগে আজও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এ ম্যাচে হারলে সিরিজ থেকে ছিটকে যাবে টাইগাররা। বিশ্বকাপে ব্যর্থতার পর স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেও তেমন একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, শাদাব খান (সহ-অধিনায়ক), শোয়েব মালিক, হায়দার আলী, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৭ মে)
জলবায়ু পরিবর্তনের বিষয়টি বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই: পরিবেশমন্ত্রী
X
Fresh