• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

উজবেকদের বিপক্ষে মাঠে বাংলাদেশ, ইউসুফের অভিষেক (সরাসরি)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২১, ১৫:৫৯

অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে মাঠে নেমেছে বাংলাদেশ। উজবেকিস্তানের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে ইউসুফ জুলকারনাইন হকের। ইংল্যান্ড প্রবাসী এই ফরোয়ার্ড ইপসউইচ টাউনের বয়সভিক্তিক দলের হয়ে খেলেছেন।

শনিবার (৩০ অক্টোবর) তাশখান্দের পাখাতোর স্টেডিয়ামে ম্যাচটিকে ফ্রেন্ডলি ম্যাচ হিসেবে ধরছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

২০২২ সালে জুনে বসতে চলা মূল পর্বের স্বাগতিক উজবেকিস্তান। সরাসরিই যুব এশিয়ান কাপে খেলবে তারা।

বাছাই পর্বে ‘ডি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গেল বুধবার প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল কুয়েত। ওই ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে ১-০ তে হারতে হয় লাল-সবুজদের।

উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ একাদশ

গোলরক্ষক

পাপ্পু হোসেন।

রক্ষণভাগ

টুটল হোসেন বাদশাহ (অধিনায়ক), রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান রাফি।

মাঝমাঠ

মানিক মোল্লা, মারাজ হোসেন, মো. হৃদয়।

আক্রমণভাগ

মাহবুবুর রহমাস সুফিল, ফয়সাল আহমেদ ফাহিম, ইউসুফ জুলকারনাইন হক।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উজবেকিস্তানে ভাষা আন্দোলনের গল্প শোনালেন রাষ্ট্রদূত
X
Fresh