• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

এবার ফেসবুকে সরাসরি দেখা যাবে বেসবল ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মে ২০১৭, ১৫:৫৫

দিন দিন বিস্তৃতি ঘটছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের। নানা সময়ে বিভিন্ন কর্মকাণ্ড হাতে নেয়ায় তা সম্ভব হচ্ছে। এবার সরাসরি খেলা সম্প্রচার করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলের (এমএলবি) সঙ্গে চুক্তি করেছে ফেসবুক। সবিকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে লিগের ২০টি খেলা সম্প্রচার করবে তারা।

সম্প্রতি বিবৃতিতে ফেসবুক এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি জানায়, শুক্রবার এ লিগের একটি খেলা সরাসরি সম্প্রচার করা হবে। যুক্তরাষ্ট্রে ফেসবুক ব্যবহারকারীরা তা উপভোগ করতে পারবেন।

রয়টার্স জানায়, ফেসবুক-এমএলবি প্রতি সপ্তাহে একটি খেলা সম্প্রচার করবে। এ নিয়ে গেলো ফেব্রুয়ারিতেই খবর বের হয়।

ফেসবুকের গ্লোবাল স্পোর্টস পর্টনারশিপ বিভাগের প্রধান ড্যান রিড বলেন, প্রতি সপ্তাহে মেজর লিগের একটি খেলা সরাসরি সম্প্রচার করা হবে। এর মাধ্যমে জাতীয়ভাবে সামাজিক সক্রিয়তা দেখবে লিগটি।

যুক্তরাষ্ট্র ও কানাডায় দৈনিক সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ২০ লাখ।

ফেসবুকের প্রতিদ্বন্দ্বী মার্কিন কোম্পানিগুলোও এমন ইভেন্ট সরাসরি সম্প্রচারের দিকে ঝুঁকছে। এর মধ্যে রয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। চলতি মাসে ডাব্লিউএনবিএ’র সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। তারা নারী বাস্কেটবল প্রচার করবে।

গেলো মাসে এনএফএল-এর সঙ্গে চুক্তি করে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। তারা ছেলেদের পেশাদার ফুটবল (রাগবি) প্রচার করবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আ.লীগ নেতার ফেসবুকে স্ট্যাটাস
‘সাপোর্ট করার মতো কেউ থাকলে আজকে এই মৃত্যুটা হইত না’
ফেসবুকে বিমানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সর্তক করল কর্তৃপক্ষ
ফেসবুক পেজ হ্যাক, উদ্ধারের পর যা জানালেন হানিফ সংকেত
X
Fresh