• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ ম্যাচের আগে উইন্ডিজ দলে ফিরলেন অভিজ্ঞ অল-রাউন্ডার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২১, ২৩:০৩

বাংলাদেশের বিপক্ষে শুক্রবার বাঁচা-মরার ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হবে গতবারের চ্যাম্পিয়নদের। কেননা, এ পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই হেরেছে ক্রিস গেইলরা।

প্রথমে ইংল্যান্ড ও পরে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়ে অনেকটা ব্যাক-ফুটে। শুক্রবার শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে চোটে পড়েছেন বাঁ-হাতি পেসার ওভেড ম্যাককয়।

এই পেসার চোটে পড়লেও দলে ফিরেছেন রিজার্ভ বেঞ্চে থাকা অভিজ্ঞ অল-রাউন্ডার জেসন হোল্ডার। বুধবার মধ্যরাতে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ওভেড ম্যাককয় ডান পায়ে চোট পাওয়ায় ট্যাকনিকাল কমিটি অনুমতি দিয়েছে জেসন হোল্ডারকে দলে নিতে।

ম্যাককয় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলেছিলেন। এদিন দুই ওভারে ১২ রান দিলেও ছিলেন উইকেট শূন্য।

এদিকে দলের অভিজ্ঞ অল-রাউন্ডার জেসন হোল্ডার উইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৯ বছর বয়সী হোল্ডার ২২ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ২০১ রান।

জাতীয় দলের হয়ে হোল্ডার সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের আগস্টে। তবে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় মাঠেই নামতে পারেননি হোল্ডার।

এমআর/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh