• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ডু অর ডাই ম্যাচে নামিবিয়ার টার্গেট ১৬৫

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২১, ১৭:৩৯
সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ডু অর ডাই ম্যাচে নামিবিয়াকে ১৬৫ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস। বুধবার (২০ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফ্রিকার দেশটির বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে ডাচরা। দুই ওপেনার ম্যাক্স ও’ডাউড ও স্টেফান মাইবার্গ শুরুটা দারুণ করে। দলীয় ৪২ রানে মাইবার্গ (১৭) বিদায় নিলেও উইকেটে থেকে ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরির দেখা পায় ও’ডাউড।

এছাড়া কলিন অ্যাকারম্যান চার নাম্বারে নেমে খেলেন ৩৫ রানের এক প্রয়োজনীয় ইনিংস। তিনে ব্যাট করতে নামা রুলফ ফন ডার মারউই পারেনি রানের গ্রাফ বড় করতে। নামিবিয়া দলে খেলা স্বদেশী আরেক দক্ষিণ আফ্রিকান ডেভিড উইজের বলে রানে আউট হয়ে সাজঘরে ফেরেন মারউই। দলের রান ১৫৭ যখন তখন উইকেটে ওপেনার ম্যাক্স ও’ডাউড ৭০ রানে হন রান আউটের শিকার। শেষদিকে স্কট এডওয়ার্ডসের অপরাজিত ২১ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ডাচদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৬৪।

বল হাতে নামিবিয়ার সবচেয়ে সফল বোলার জ্যান ফ্রাইলিংক ৪ ওভার বল করে ৩৬ রান দিয়ে নেন ২ উইকেট।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারে নামিবিয়া। অন্যদিকে একই ব্যবধানে আয়ারল্যান্ডের কাছে হেরে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে ডাচরা। দুই দলই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের প্রথম জয়ের সন্ধানে। এই ম্যাচে যে দল হারবে, তারা ছিটকে পড়বে চলমান বিশ্ব আসর থেকে।

টিএন

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন যুবরাজ সিং
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
X
Fresh