• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

পরিবর্তন শেষে বিশ্বকাপের চূড়ান্ত দলগুলো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ২০:৫৩

গত ১০ সেপ্টেম্বর আইসিসির কাছে দল জমা দিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো। তবে সুযোগ ছিল ১০ অক্টোবর পর্যন্ত দলে পরিবর্তন আনার। এই সুযোগটা কাজে লাগিয়েছে বেশ কয়েকটি দল।

বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ বাকি। আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে ৭ম টি-টোয়েন্টি বিশ্বকাপের, পর্দা নামবে ১৪ নভেম্বর ফাইনাল দিয়ে।

প্রথম পর্ব বা বাছাইপর্বে দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে বাংলাদেশ শ্রীলঙ্কাসহ মোট ৮টি দল। এখান থেকে সেরা চার দল যাবে সুপার টুয়েলভ বা মূল পর্বে।

দেখে নেয়া যাক চূড়ান্ত দলগুলো-

বাংলাদেশ- গ্রুপ বি

বাংলাদেশের মূল দল থেকে বাদ দেয়া হয়নি কাউকে। অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় থাকা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে বাদ দেয়া হয়েছে। রুবেল হোসেনকে রাখা হয়েছে দলের সঙ্গে।

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

রিজার্ভ: রুবেল হোসেন

সূচি- ১৭ অক্টোবর: স্কটল্যান্ড, ১৯ অক্টোবর: ওমান, ২১ অক্টোবর: পাপুয়া নিউ গিনি।

স্কটল্যান্ড- গ্রুপ বি

১৭ সদস্যের ঘোষিত দল থেকে বাদ দেয়া হয়েছে ওলি হ্যারিস ও ক্রিস সোলকে।

কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), রিচার্ড বেরিংটন (ভাইস ক্যাপ্টেন), ডিলান বাজ, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), জোস ডেভি, অ্যালি ইভান্স, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, কালাম ম্যাকলেয়ড, জর্জ মুনসি, সফিয়ান শরিফ, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস (উইকেটকিপার), মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল।

পাপুয়া নিউ গিনি- গ্রুপ বি

১৭ সদস্যের দলে থাকা গৌডি টোকা ও জেসন কিলাকে বাদ দেয়া হয়েছে চূড়ান্ত দল থেকে।

আসাদ ভালা (অধিনায়ক), চার্লস জর্ডান আমিনি, লেগা সিয়াকা, নরমান ভানাউ, নোজাইনা পোকানা, কিপলিন ডোরিগা, টনি পালা উরা, হিরি হিরি, গাউদি তকা, সেসে বাউ, ড্যামিয়েন রাভু, কাবুয়া ভাগি-মরেয়া, সিমন আটাই, জেসন কিলা, চাড সোপার, জে গার্ডনার।

ওমান- গ্রুপ বি

জিশান মাহমুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস (সহঅধিনায়ক), যতিন্দর সিং, খাওয়ার আলী, মোহাম্মদ নাদিম, আইয়ান খান, সুরাজ কুমার, সন্দীপ গৌড, নেস্টর ধাম্বা, কালিমুল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফাইয়াজ বাট, খুররম খান।

শ্রীলঙ্কা- গ্রুপ এ

শ্রীলঙ্কা দলে এসেছে বেশ কিছু পরিবর্তন।

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, পান্থুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, মাহিস থাক্সেনা, আকিলা ধানাঞ্জয়া, ভিনুরা ফার্নান্দো।

আয়ারল্যান্ড- গ্রুপ এ

পরিবর্তন এসেছে আয়ারল্যান্ডের বিশ্বকাপ দলে। ১৮ সদস্যের দল থাকা তিন সদস্যকে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

অ্যান্ড্রু বালবিরনি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্পার, গ্যারেথ ডিলেনি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

রিজার্ভ: শেন গেটকেট, ব্যারি ম্যাকক্যার্থি ও গ্রাহাম কেনেডি।

নামিবিয়া- গ্রুপ এ

নামিবিয়ার রিজার্ভ দলে যোগ করা হয়েছে চোট থেকে সেরে ওঠা মরিশাস এনগুপ্তিয়াকে।

জেরহার্ড এরাসনাস (অধিনায়ক), স্টেফান বার্ড, কার্ল বারকেনস্টক, মিচাউ ডু প্রিজ, জ্যান ফ্রাইলিংক, জেন গ্রিন (উইকেটকিপার), নিকল লফটি-ইটন, বার্নার্ড স্কল্টজ, বেন শিকংগো, জেজে স্মিট, রুবেন ট্রাম্পেলমান, মাইকেল ভ্যান লিংগেন, ডেভিড উইজ, ক্রেইগ উইলিয়ামস, পিক্কি ইয়া ফ্রান্স।

রিজার্ভ: মরিশাস এনগুপ্তিয়া

নেদারল্যান্ডস- গ্রুপ এ

চোট থেকে সেরে উঠতে না পারায় রিজার্ভ খেলোয়াড় টোবিয়ান ভিসি, শেন স্নেটারকে বাদ দেয়া হয়েছে।

পিটার সেলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, ফিলিপ্পে বোইসেভেইন, বেন কুপার, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস, ব্র্যান্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, স্টেফান মাইবার্গ, ম্যাক্স ও’ডাউড, রায়ান টেন ডেসকাট, লোগান ফন বিক, টিম ফন ডার গুগটেন, রুলফ ফন ডার মারউই, পল ফন মিকেরেন।

আফগানিস্তান- গ্রুপ ২

আফগানিস্তানের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন পেসার শাপুর জাদরান ও কাইস আহমেদ। প্রথমবার ঘোষিত মূল দল থেকে বাদ পড়েছেন দৌলত জাদরান, শরাফউদ্দিন আশরাফ। দুজনকেই রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড়ের তালিকায়। রিজার্ভে থাকা ফরিদ আহমেদকে রাখা হয়েছে মূল দলে।

মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, হাশমাতুল্লাহ শহিদী, আসগর আফগান, গুলবাদিন নায়েব, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমেদ মালিক, নবীন উল হক ।

রিজার্ভ: শরাফুদ্দিন আশরাফ, সামিউল্লাহ শিনওয়ারী, দৌলত জাদরান, ফজল হক ফারুকী।

ভারত- গ্রুপ ২

পরিবর্তন আনা হয়নি ভারতের দলে। বিরাট কোহলির নেতৃত্বে শেষ বার বিশ্বকাপের মঞ্চে নামবে ভারত।

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্ত্তী, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি।

রিজার্ভ: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর, দীপক চাহার।

অস্ট্রেলিয়া- গ্রুপ ১

অস্ট্রেলিয়া দলে আসেনি কোনও পরিবর্তন। প্রথমবার ঘোষিত দলটার উপরই আস্থা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোয়নিস, মিচেল সোয়েপসন, জশ ইংলিস

রিজার্ভ: ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস, ড্যানিয়েল স্যামস।

ইংল্যান্ড- গ্রুপ ১

ইংল্যান্ডের চূড়ান্ত দলেও নেই কোনও পরিবর্তন।

এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টিমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

রিজার্ভ: টম কারান, লিয়াম ডউসন, জেমস ভিন্স।

নিউজিল্যান্ড- গ্রুপ ২

কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিনসন, ড্যা্রেল মিচেল, জিমি নিশাম, গ্ল্যান ফিলিপ, টিম সেইফার্ত (উইকেট রক্ষক), ইশ শোধি, টিম সাউদি।

রিজার্ভ: অ্যাডাম মিলনে।

দক্ষিণ আফ্রিকা- গ্রুপ ১

দক্ষিণ আফ্রিকা দলে কোনও পরিবর্তন নেই।

টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), বির্জন ফরচুন, রেজা হেনড্রিকস, হেনরিচ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, আনরিক নর্কিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবারিজ শামসি, রাসি ফন ডার ডুসেন।

রিজার্ভ: অ্যান্ডিল ফেলুকোয়ায়ো, লিজাড উইলিয়ামস, জর্জ লিন্ডে।

ওয়েস্ট ইন্ডিজ- গ্রুপ ১

ওয়েস্ট ইন্ডিজ দলে আসেনি কোনও পরিবর্তন।

কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক ও উইকেট রক্ষক), ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবে ম্যাককয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

রিজার্ভ: জেসন হোল্ডার, আকিল হোসেন, শেল্ডন কটরেল, ড্যারেন ব্রাভো

পাকিস্তান- গ্রুপ ২

পাকিস্তান দলে শেষ মুহুর্তে চারটি পরিবর্তন এসেছে। মূল দলে থাকা আজম খান, খুশদিল শাহ, শোয়েব মাকসুদ ও মোহাম্মদ হাসনাইনকে বাদ দিয়ে দলে ফখর জামান, হায়দার আলী ও সরফরাজ আহমেদ ও শোয়েব মালিককে। রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে খুশদিল শাহ, শাহনেওয়াজ ধাহানি ও উসমান কাদিরকে।

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

রিজার্ভ: খুশদিল শাহ, শাহনেওয়াজ দানি ও উসমান কাদির।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh