• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কখন কোথায় দেখবেন তেল ক্লাসিকো!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:০০
psg vs manchester city oil classico, RTV ONLINE তেল ক্লাসিকো, মেসিম নেইমার, এমবাপে, ম্যানচেস্টার সিটি, পিএসজি, আরটিভি নিউজ
ছবি- টুইটার

বার্সোলোনা-রিয়াল মাদ্রিদের লড়াইকে ফুটবল বিশ্ব চেনে ‘এল ক্লাসিকো’ হিসেবে। তবে সম্প্রতিকালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) মাঠে নামলে শুরু হয় বাড়তি আলোচনা। দুটি দলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও কাতার। যাদের আয়ের মূল উৎস হচ্ছে তেল! কাড়ি কাড়ি অর্থ দিয়ে দলদুটিতে খেলানো হচ্ছে বিশ্বের দামি সব খেলোয়াড়দের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ওয়েল ক্লাসিকো’ তথা ‘তেল ক্লাসিকো’ শব্দটি বেশ পরিচিত। এবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় শিরোনাম হলো শব্দটি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উয়েফা চ্যাম্পিয়স লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যান সিটির মুখোমুখি হবে পিএসজি।

ইউরোপের সর্বোচ্চ শিরোপা ঘরের তোলার প্রধান লক্ষ্য বানিয়ে তারকা খচিত দল গঠন করেছে ফ্রেঞ্চ দলটি। নেইমার-এমবাপের মতো সেনসেশনের সঙ্গে লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে প্রত্যাশার পারদকে আরও ওপরে নিয়ে গেছে লিগ ওয়ান জায়ান্টরা।

যদিও ক্লাব ব্রাগার বিপক্ষে ১-১ গোল ড্র নিয়ে মৌসুমের শুরুটা প্রত্যাশিত হয়নি পিএসজির।

এবার ঘরের মাঠে খেলা আর মেসির ইনজুরি কাটিয়ে ফেরা আত্মবিশ্বাস যোগাচ্ছে প্যারিস ভিত্তিক দলটির পক্ষ থেকে।

গেল আসরে শিরোপা হাতছাড়া হলেও নতুন উদ্যমে মাঠে নেমেছে ম্যানচেস্টার সিটি। জ্যাক গ্রিলিশকে দলে ভিড়িয়ে শক্তিশালী করেছে স্কোয়াডও। কয়েক বছরের চেষ্টায় সিটিজেনদের একটি সুগঠিত দল উপহার দিয়েছেন পেপ গার্দিওলা।

প্রথম ম্যাচে লিপজিগকে ৬-৩ গোলে উড়িয়ে মিশন শুরু করা সিটিজেনরা তাই প্যারিসে নামতে ভয় পাচ্ছে না।

আগেরবার সেমিফাইনালে পিএসজিকে হারিয়েই ফাইনালে জায়গা করে নেয় স্টার্লিং-মাহরেজরা।

পার্ক দে প্রিন্সে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। সরাসরি সম্প্রচার করা হবে সনি টেন-টুতে।

একই সময় পোর্তোর মুখোমুখি হবে লিভারপুল। আর নবাগত শেরিফকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। এসি মিলান অ্যাতলেটিকো মাদ্রিদের লড়াইও রাত একটায়।

মিলানে গিয়ে ৩-২ গোলে জয় নিয়ে মৌসুম শুরু করা লিভারপুলের চোখ টানা দ্বিতীয় জয়ে। পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে আটবারের দেখায় ইউরোপিয়ান আসরে হারের রেকর্ড নাই অলরেডদের। ফন-ডিক ফেরায় রক্ষণে শক্তিও বেড়েছে। সালাহ-মানে-ফিরমিনোদের আক্রমণ ভাগ নিয়ে কৌশল আঁটার সব রসদ মজুদ ইয়ুর্গান ক্লপের ঝুলিতে।

অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে নিজেদের শক্তির জানান দিয়েছে পোর্তোও। বিশেষত এস্তাদিও দো দ্রাগোতে গ্রুপপর্বের শেষ তিন ম্যাচে ক্লিনশিট পর্তুগিজ জায়ান্টদের। লিগেও ছন্দে রয়েছে পোর্তো।

নবাগত মলদোভার ক্লাব শেরিফ তিরাসপোলকে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগত জানাতে প্রস্তুতি সেরেছে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির কোচিংয়ে দারুণভাবে মৌসুম শুরু করেছে লস-ব্লাঙ্কোসরা। ফর্মের তুঙ্গে রয়েছেন বেনজিমা-ভিনিশিয়ুস-আসেনসিওরা। টুর্নামেন্টের শততম জয় দেখার অপেক্ষায় রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যান সিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ফের এফএ কাপের ফাইনালে সিটি
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
X
Fresh