• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার টানা জয়ের রেকর্ডে লাগাম টানল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৬
ছবি- ক্রিকইনফো

অবশেষে হারল অস্ট্রেলিয়ার মেয়েরা। দেশে, দেশের বাইরে মিলে টানা ২৬ ম্যাচ জিতে বিরল রেকর্ড করে স্টিভ ওয়াহ-রিকি পন্টিংদেরও পেছনে ফেলে দেয় ম্যাগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দলটা।

২০০৩ সালে টানা ২১টি ওয়ানডে জয়ের বিশ্বরেকর্ড গড়ে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেবারও ভারতের কাছে হেরে টানা জয়ের ইতি টানে অজিরা।

এবারও সেটিই হয়েছে। টানা ২৬ ম্যাচ জিতে পন্টিংদেরও ছাড়িয়ে যায় অজি মেয়েরা। তবে ২৭তম ম্যাচে এসে আর পারল না। ভারত-অস্ট্রেলিয়ার মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৯ উইকেটে ২৬৪ রান তোলে অজিরা।

এই বিশাল রান তাড়া করতে নেমে পঞ্চাশতম ওভারের তৃতীয় বলে ২ উইকেটের জয় তুলে নেয় ভারত। যা ভারতের নারী ক্রিকেট দলের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। এর মধ্য দিয়ে ২০১৭ সালের অক্টোবরের পর ওয়ানডে ম্যাচে হার দেখল অস্ট্রেলিয়ার মেয়েরা।

এই ম্যাচে অস্ট্রেলিয়া হারলেও প্রথম দুটি ওয়ানডে জিতে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh