• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিকেলে এশিয়া কাপের বাছাই পর্বের যাত্রা শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:০৪
Bangladesh women's football team, rtv online
ছবি- বাফুফে

এএফসি নারী এশিয়া কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। উজবেকিস্তানের বুনোডকোর স্টেডিয়ামে রোববার (১৯ সেপ্টেম্বর) খেলাটি শুরু হবে বিকেল চারটায়।

আবহাওয়া ও কোভিড পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বেশ কিছুদিন আগেই উজবেকিস্তানে ঘাঁটি গাড়ে বাংলাদেশের মেয়েরা।

নিয়মিত জিম ও অনুশীলনের মাধ্যমে ম্যাচের জন্য নিজেদের প্রস্তত করেছেন সাবিনা খাতুন নেতৃত্বাধীন দলটি।

অধিনায়কের ভাষায়, ‘কয়েকটি ভালো সেশন হয়েছে। মেয়েরা এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে। সবাই তৈরি আছে প্রতিযোগিতামূলক ম্যাচ উপহার দেওয়ার জন্য।’

ইনজুরি মুক্ত স্কোয়াডরে সুখবর রয়েছে। লড়াইটি কঠিন হলেও ভাল শুরুর প্রত্যাশা করছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

তিনি বলেন, ‘জর্ডানের বিপক্ষে মেয়েরা তাদের সেরাটা দিতে প্রস্তুত। আশা করছি, খুব ভালো একটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে পারবো। আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।’

মেয়েদের উৎসাহ দিতে উজকিস্তানে গেছেন বাফুফে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

এদিকে ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইরান। ২২ সেপ্টেম্বর মাঠে গড়াবে ম্যাচটি।

আগামী বছরের ২০ জানুয়ারি ভারতে বসতে চলেছে নারী এশিয়া কাপের মূল পর্ব। ৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ এই আয়োজন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলসহ টিভিতে আজকের খেলা
X
Fresh