Mir cement
logo
  • ঢাকা রোববার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ৪ আশ্বিন ১৪২৮

বার্সার মরার ওপর খাড়ার ঘা

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। লিওনেল মেসিকে রাখতে পারেনি। এরপর অ্যান্টোয়ান গ্রিজমানের চলে যাওয়া। চ্যাম্পিয়ন লিগের শুরুতেই বায়ার্ন মিউনিখের কাছে হার।

সব মিলে বেশ ভালোমতোই অশান্তি তৈরি হয়েছে দলের ভেতর। এসব পেছনে ফেলে দলটির জন্য মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে দলের দুই তারকা খেলোয়াড়ের চোট।

চোটের কারণে কমপক্ষে ২১ দিনের জন্য ছিটকে গেছেন অধিনায়ক জর্দি আলবা আর পেদ্রি গঞ্জালেস। গত মৌসুমের বার্সায় অভিষেকের পর গঞ্জালেসকে টানা ম্যাচ খেলান কোচ রোনাল্ড কোম্যান।

শুধু ক্লাবেই নয়, স্পেন জাতীয় দলের হয়েও নিয়মিত খেলেছেন। ডাক পড়ে স্পেনের অলিম্পিক দলেও।

মাঝে ১৪ দিনের মতো ছুটি কাটাতে পারলেও স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে টানা খেলার কারণে হ্যামস্ট্রিং চোটে ভুগছেন।

জর্দি আলবাও নিয়মিত খেলে যাচ্ছেন বার্সেলোনায়। স্প্যানিশ গণমাধ্যম বলছে, এই লেফটব্যাকেরও হ্যামস্ট্রিংয়েই চোট। এমন কী ব্যথার কারণে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পুরো ম্যাচেও খেলতে পারেননি।

তাই দুজনই আপাতত মাঠের বাইরে। তবে সেটা কত দিনের হতে পারে নির্দিষ্ট করে জানায়নি বার্সেলোনা। তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে এই সময়টা অন্তত ২১ থেকে ২৫ দিন হতে পারে।

এমআর/

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS