• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-ইংল্যান্ড, ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট শেষ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০১৭, ১৯:০৪

আগামী মাসে ইংল্যান্ডে বসছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। ১ জুন বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এ আসরের। এরই মধ্যে ওই ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে।

শনিবার আইসিসির ওয়েবসাইটে ঢু মেরে দেখা গেছে, টাইগারদের সঙ্গে ওই ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বে ইংলিশদের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের টিকেট শেষ হয়ে গেছে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের কিছু টিকেট আছে।

এ পর্বে ভারতের সব ম্যাচের টিকেট বিক্রি হয়ে গেছে। চির-দ্বৈরথ ভারত-পাকিস্তান, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের টিকেট আগেভাগেই শেষ। অন্য ম্যাচগুলোর টিকেটেরও ভীষণ কাটতি। এর মধ্যে সেমিফাইনাল-ফাইনালের টিকেট নেই।

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচ হবে মোট ১৫টি। এর মধ্যে ৮টিরই টিকেট শেষ। হিসাব অনুযায়ী, টিকেট বিক্রির দিক দিয়ে ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিকে ছাড়িয়ে গেছে ২০১৭।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো হবে লন্ডনের ওভাল, ওয়েলসের কার্ডিফ ও বার্মিংহামের এজবাস্টনে। ১৮ জুন ফাইনাল দিয়ে ওই টুর্নামেন্টের পর্দা নামবে।

সবমিলিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি খেলছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এবার টাইগারদের প্রতি প্রত্যাশা বেশি দেশের ক্রিকেট সমর্থকদের। উদ্বোধনী ম্যাচটিতে যে হাডাহাড্ডি লড়াই হবে তা নিশ্চিন্তে বলা যায়।

দু’দলের সাম্প্রতিক মুখোমুখিতে তা ভালোভাবেই লক্ষ্য করা গেছে। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। গেলো অক্টোবরে বাংলাদেশের মাটিতে ওয়ানডে ও টেস্ট সিরিজে হয় তুমুল লড়াই। এর মধুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে থাকবে ইংলিশরা তা অনুমেয়। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স বলে দেয় ছেড়ে কথা বলবে না টাইগাররা।

এর আগে ২০০০ চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি হয় বাংলাদেশ-ইংল্যান্ড। প্রায় দেড় যুগ পর একই টুর্নামেন্টে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই দেখা যাবে ফের। ওভালে হবে বাংলাদেশ-ইংল্যান্ড মহারণ। ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ২৪ হাজার।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনেক দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো: পররাষ্ট্রমন্ত্রী 
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ভারতের কাঁটাতারে ঝুলছে : গয়েশ্বর
৪ উইকেট নেই জিম্বাবুয়ের
স্মার্ট বাংলাদেশ গঠনে ছাত্রলীগকে পাশে থাকার আহ্বান গণপূর্তমন্ত্রীর
X
Fresh