Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮

সাবেক ক্রিকেটার রবিউলের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী    

রবিউলের হাতে চেক তুলে দিচ্ছেন জাহিদ আহসান রাসেল এমপি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় রবিউল ইসলামের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি। প্রতিমন্ত্রী সোমবার বিকেলে সচিবালয়ে রবিউলের হাতে বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন হতে দুই লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেন।

সাবেক এ ক্রিকেটার দীর্ঘদিন যাবত নাক ও নাভির পীড়াসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তাছাড়া তার বৃদ্ধ মা অসুস্থ অবস্থায় আছেন দীর্ঘদিন।

চেক প্রদান কালে প্রতিমন্ত্রী বলেন, “আমরা সব সময় আমাদের খেলোয়াড়দের যে কোনও দুরবস্থায় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও আমাদের আন্তরিক এ প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময়ে ক্রিকেটার রবিউল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

রবিউল ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন। তিনি জাতীয় দলের হয়ে ৯টি টেস্ট ম্যাচ, ৩টি ১ দিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচের প্রতিনিধিত্ব করেন। তিনি জিম্বাবুয়ের সফরের টেস্ট সিরিজের ১৫টি উইকেট শিকার করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন যা দেশের বাইরে এখনও পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে একটি অনন্য রেকর্ড।

এমআর/

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS