• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কিরগিজস্তানের বিপক্ষে একাদশে কানাডা প্রবাসী রাহবার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫
রাহবার খান

গত ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে বেশ ভালোই খেলেছিলেন বদলি নেমে। ওই ম্যাচেই আশা দেখিয়েছিলেন কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান। ভালো খেলার ফলটাও পেলেন দ্রুত।

আজ কিরগিজস্তানের বিপক্ষে প্রথম একাদশেই কানাডা প্রবাসী রাহবারকে রাখা হয়েছে একাদশে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় কিরগিজস্থানের বিশকেকের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

গত ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে জামাল ভুঁইয়ারা ফিলিস্তিনের কাছে হেরে যায় ২-০ গোলে। তাই আজ কিরগিজদের বিপক্ষে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন।

অন্যদিকে কিরগিজরা নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনকে হারায় ১-০ ব্যবধানে। সে হিসেবে আজ বাংলাদেশকে হারালে কিংবা ড্র করলে হয়ে যাবে চ্যাম্পিয়ন। তবে পরিসংখ্যান বলে কিরগিজদের সঙ্গে আগে চার বারের মুখোমুখিতে একবারও জিততে পারেনি বাংলাদেশ।

ফিফার দেয়া বাংলাদেশ একাদশ:

গোলকিপার: আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: তপু বর্মন, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ।

মিডফিল্ডার: জামাল ভুঁইয়া (অধিনায়ক), রাহবার খান।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh