• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে খেলেই পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড (সূচি)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২১, ১৬:৪৮

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সেপ্টেম্বরে পাকিস্তানে পা রাখবে কিউইরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও ধরা হচ্ছে সিরিজটিকে।

পাকিস্তান সফরের আগে বাংলাদেশ সফর করবে দলটি। টাইগারদের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে কিউইরা। ১ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ এরপর যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর রয়েছে ম্যাচ।

১১ সেপ্টেম্বর ইসলামাবাদে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। এই সফরে প্রথমে রয়েছে ৩ ওয়ানডের সিরিজ। রাওয়ালপিন্ডিতে শুরু হবে ১৭ সেপ্টেম্বর। বাকি ২ ম্যাচ১৯ ও ২১ সেপ্টেম্বর।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর। এরপর ২৬, ২৯ সেপ্টেম্বর, ১ ও ৩ অক্টোবর শেষ দুই ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

২০০৩ সালে সবশেষ পাকিস্তান সফর করে কিউইরা। সেবার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh