• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রথম দিনে ভারতীয় বোলারদের দাপট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২১, ১০:০৫
england-vs-india-1st-test-, MESSI VS Ronaldo juventus vs barcelona rb salzburg vs barcelona, rtv online
ছবি- সংগৃহীত

নটিংহামে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বুমরাহ-শামিদের বোলিং তান্ডবে নাকাল ইংল্যান্ড।

বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রথম দিন শেষে ইংলিশদের চেয়ে ১৬২ রানে পিছিয়ে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮৩ রানে অলআউট হয় ইংল্যান্ড।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক জো রুট। স্যাম কার্ন অপরাজিত ২৭, বেয়ারস্টো ২৯, ক্রলি ২৭ ও শিবলি ১৮ ছাড়া আর দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি বাকি ব্যাটসম্যানরা।

ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৪টি ও মোহাম্মদ শামি নেন ৩টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ২১ রান করে দিন শেষ করেছে ভারত। রোহিত শর্মা ৯ ও লোকেশ রাহুল ৯ রানে অপরাজিত থেকে শুরু করবেন দ্বিতীয় দিনের ব্যাটিং।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh