• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এই প্রথম ক্রিকেটে এমন ঘটনা

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ১৯:২০
ক্রিকেট দর্শকরা এমন ঘটনা দেখলো এই প্রথম
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস আতঙ্কে ভীত গোটা বিশ্ব। গেল বছরেও ভাইরাসের জেরে স্তব্ধ ছিল খেলার দুনিয়াও। ধীরে ধীরে ভাইরাসের ভয় কাটিয়ে মাটে গড়াতে শুরু করেছে খেলা। তবে সাবধান সবাই। ঢাকায় আজ শুরু হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। করোনা সংক্রমণের ‘অজুহাতে’ অস্ট্রেলিয়ার কঠিন সব শর্ত দিয়েছে এই সিরিজে।

তারা শুধু দর্শকদেরই মাঠের বাইরে রেখে সন্তুষ্ট নন। খেলোয়াড়দের নিয়েও ক্রিকেট অস্ট্রেলিয়ার আছে সুনির্দিষ্ট নিয়মাবলী। সিরিজের আগেই বিসিবিকে জানিয়ে দেয়া হয়েছে, এসব নিয়ম ও কোভিড সতর্কতা মেনে চললেই কেবল মাঠে খেলা গড়াবে।

বিসিবি মাথা পেতেও নিয়েছে সেসব শর্ত। অদ্ভুত সব শর্তের মধ্যে একটি হচ্ছে- পাঁচ ম্যাচের সিরিজে কোনও বল গ্যালারিতে গেলেই সে বল দিয়ে আর খেলা হবে না। অর্থাৎ যতবার বল গ্যালারিতে যাবে, ততবার ‘নতুন’ বল দিয়ে শুরু হবে খেলা। ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন শর্তও মেনে নিয়েছে বিসিবি।

তবে গ্যালারিতে বল পড়লে বারবার বল পরিবর্তনের নিয়মের সঙ্গে মানিয়ে উঠতে কিছুটা বিপাকেই পড়তে হবে বলে মনে করছেন অনেকেই।

ইতোমধ্যে মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অসি অধিনায়ক ম্যাথু ওয়েড।

পঞ্চম ওভারেই বল গ্যালারিতে পাঠিয়েছেন নাঈম শেখ। ওভারের দ্বিতীয় বলে মিচেল স্টার্কের বল মিড উইকেট দিয়ে গ্যালারিতে পাঠান নাঈম। পরে দেওয়া হয় নতুন বল। ক্রিকেট বিশ্বে প্রথম এমন ঘটনা দেখলো দর্শকরা। বলা যায় ইতিহাস হয়ে থাকবে এটি।

এর আগে গেল ২৯ জুলাই বাংলাদেশ সফরে অজিরা আসে চার্টার্ড ফ্লাইটে। এসেই তিন দিনের জন্য কোয়ারেন্টিনে প্রবেশ করে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh