• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি

  ৩১ জুলাই ২০২১, ১৩:১৫
বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের পদত্যাগ
ট্রেভর হন্স || ছবি: সংগৃহীত

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়া। আগামী ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে সিরিজ। তার আগেই অস্ট্রেলিয়া দলে এলো পদত্যাগের খবর। দীর্ঘ ১৫ বছর পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন ট্রেভর হন্স।

৬৭ বছর বয়সী সাবেক এই অস্ট্রেলিয়ান স্পিনার ১৯৯৫ সালে দলের প্রধান নির্বাচক নির্বাচিত হন। এরপর ২০০৫ সালের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার পরাজয়ের পর দায়িত্ব ছেড়ে দেন। পরে ২০১৪ সালে আবারও নির্বাচক হিসেবে কমিটির হাল ধরেন।

হন্সের অধীনে ১৬টি টেস্ট ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল অজিরা। এছাড়া ১৯৯৯ এবং ২০০৩ সালে পরপর দুটি বিশ্বকাপে জয় পায় পায় টিম অস্ট্রেলিয়া।

এদিকে ট্রেভর হন্স পদত্যাগ করার পর অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান জর্জ বেইলি হতে পারেন পরবর্তী প্রধান নির্বাচক। তবে এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কোনো কিছু স্পষ্ট করা হয়নি।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh