• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অলিম্পিক থেকে ছিটকে গেলেন পোল ভল্টের বিশ্ব চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২১, ১২:২০
স্যাম কেনড্রিকস

করোনা মহামারি উপেক্ষা করেই চলছে টোকিওতে পুরোদমে চলছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত অলিম্পিক। করোনাভাইরাসকে যতই উপেক্ষা করা হোক না কেন, করোনা কিন্তু ভালোভাবেই বিস্তার করে চলেছে অলিম্পিক ভিলেজে।

এখন পর্যন্ত অলিম্পিক ভিলেজে করোনা আক্রান্ত হয়েছেন ২০২ জন অ্যাথলেট। নতুন যে চারজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন পোল ভল্টে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্যাম কেনড্রিকস।

পোল ভল্টে ২০১৭ ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন কেনড্রিকসের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি।

‘অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের অন্যতম অ্যাথলেট স্যাম কেনড্রিকস করোনা আক্রান্ত হয়েছেন। তাই টোকিও অলিম্পিকে আর অংশ নেয়া হচ্ছে না।’

এবারের অলিম্পিকে পোল ভল্টে সোনা জয়ে বেশ ফেবারিট ছিলেন কেনড্রিকস। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সুইডেনের বিশ্ব রেকর্ডধারী আরমান্দ ডুপ্লানটিস।

আগামী শনিবার শুরু হবে পোল ভল্টের লড়াই। তার দুই দিন আগেই এভাবে ছিটকে পড়াটা কেবল দুর্ভাগ্যই স্যাম কেনড্রিকসের জন্য।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh