Mir cement
logo
  • ঢাকা রোববার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ৪ আশ্বিন ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২১, ১৪:২৯
আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৪:৩৬

টোকিও অলিম্পিক

অলিম্পিকে মশাল জ্বালিয়ে ওসাকা নিজেই নিভে গেলেন

নওমি ওসাকা

মশাল জ্বালিয়ে টোকিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘরের মেয়ে নওমি ওসাকা। কিন্তু আলো জ্বালিয়ে নিজে জ্বলে থাকতে পারলেন না শেষ পর্যন্ত।

টেনিসে মেয়েদের এককে প্রথম দুই রাউন্ডে দারুণ খেলে জায়গা করে নেন তৃতীয় রাউন্ডে। কিন্তু তৃতীয় রাউন্ডে হেরে বসেন সরাসরি সেটে!

মঙ্গলবার আরিয়াকের টেনিস কোর্টে চেক রিপাব্লিকের মারকেতো ভন্দ্রশোভার কাছে ৬-১, ৬-৪ গেমে হেরেছেন চারটি গ্র্যান্ড স্লাম জয়ী জাপানের এই তারকা।

এদিন মারকেতোর সঙ্গে প্রথম সেট হারেন ২৪ মিনিটে। দ্বিতীয় সেটে আশা দেখালেও আর রক্ষা হয়নি ওসাকার। জাপানি এই তারকা খেলোয়াড় সবশেষ অনুষ্ঠিত ফ্রেন্স ওপেন থেকে মাঝপথে নাম তুলে নেন। এরপর উইম্বলডনে খেলেনইনি তিনি। এর কারণ জানিয়েছিলেন, স্নায়ুচাপের কারণে সরে দাঁড়ানোর কথা।

সেই স্নায়ু চাপ কী তবে প্রভাব ফেলেছে নিজ দেশে হওয়া অলিম্পিকে? ওসাকা জানান, “আমি অনেক চাপ অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিল, এবারই প্রথম অলিম্পিকে খেলতে নেমেছি তাই চাপ অনুভব করছিলাম।”

এমআর/পি

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS