• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টোকিও অলিম্পিক

আর্চারির একক ইভেন্টের শেষ ষোলোতে রোমান সানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২১, ১০:৪১
রোমান সানা

রোমান সানাকে ঘিরে স্বপ্ন দেখার শুরুটা হলো দুর্দান্ত। অলিম্পিকে পদকহীন বাংলাদেশের আশার আলো এই রোমান সানা। টোকিও অলিম্পিকে তার শুরুটাও হয়েছে দুর্দান্ত।

আর্চারি রিকার্ভ একক পুরুষ ইভেন্টে প্রথম রাউন্ডে দেশ সেরা আর্চার রোমান সানা লড়েছে গ্রেট ব্রিটেনের টম হলের বিপক্ষে। ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে বাংলার এই তীরন্দাজ হারিয়েছে ৭-৩ সেট পয়েন্টে।

টম হল-রোমানের লড়াই জমে ওঠে দারুণভাবে। রোমান ১৫টি তীরের মধ্যে ৬টিতেই পান পূর্ণ ১০ পয়েন্ট।

প্রথম সেট:
রোমান সানা- ১০, ১০, ৮ =২৮ (১ পয়েন্ট)।
টম হল- ৯, ৯, ১০ =২৮ (১ পয়েন্ট)।

দ্বিতীয় সেট:
রোমান সানা- ১০, ৯ ও ৮ =২৭ (২ পয়েন্ট)।
টম হল- ৯, ৯, ৭ =২৫ (০ পয়েন্ট)।

তৃতীয় সেট:
রোমান সানা- ১০, ৯, ৮ =২৭ (২ পয়েন্ট)।
টম হল- ৮, ৯, ৯ =২৬ (০ পয়েন্ট)।

চতুর্থ সেট:
রোমান সানা- ৯, ৮, ৮ =২৫ (০ পয়েন্ট)।
টম হল- ১০, ৭, ১০ =২৭ (২ পয়েন্ট)।

পঞ্চম সেট:
রোমান সানা- ৯, ১০, ১০ =২৯ (২ পয়েন্ট)।
টম হল- ৯, ৯, ৯ =২৭ (০ পয়েন্ট)।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিমান করে জাতীয় দল থেকে রোমান সানার অবসর
X
Fresh