• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রতিপক্ষ ইসরায়েলি বলে অলিম্পিক থেকে নাম প্রত্যাহার সুদানের  জুডুকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২১, ১৩:৩৭
ছবিতে সাদা পোশাক পরিহিত ইসরায়েলের জুডুকা তোহার বুটবুল

টোকিও অলিম্পিকে নীরব প্রতিবাদ চলছে ইসরায়েলের বিপক্ষে। মুসলিম দেশ আলজেরিয়া থেকে অলিম্পিকে অংশ নেয়া জুডুকার ফেথি নুরিনের পর এবার সুদানের জুডুকা মোহামেদ আবদেল রাসুল।

৭৩ কেজি বিভাগে ইসরায়েলি প্রতিযোগী তোহার বুটবুলের বিপক্ষে নামার আগে নাম প্রত্যাহার করেন টোকিও অলিম্পিক থেকে। যদিও এই ব্যপারে আন্তর্জাতিক জুডু ফাউন্ডেশন কোনও কারণ জানায়নি রাসুলের নাম প্রত্যাহার ইস্যুতে।

গত ২৪ জুলাই টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেন আলজেরিয়ান জুডুকা ফেথি নুরিন। জুডোর ৭৩ কেজি শ্রেণি ইভেন্টে তার সম্ভাব্য প্রতিপক্ষ হতো ইসরায়েলের তোহার বুটবুল। সেটি জানতে পেরে ক্রীড়া বিশ্বের সর্বোচ্চ আসর থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন ৩০ বছর বয়সী এই অ্যাথলেট।

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে এমন ঘটনা ঘটিয়েছেন বলে স্পষ্ট জানিয়ে দেন নুরিন। অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করেন এই আলজেরিয়ান জুডুকা বলেন, “অলিম্পিকের জন্য আমরা অনেক কঠিন পরিশ্রম করেছি। তবে ফিলিস্তিনের অসহায় চেহারাগুলো যখন চোখে ভাসে তখন ইসরায়েলের প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। এর থেকেই নিজেকে সরিয়ে নিয়েছি আসর থেকে।”

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh