Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের নতুন তারিখ ঘোষণা 

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের নতুন তারিখ ঘোষণা 
বাংলাদেশ-জিম্বাবুয়ে

বাংলাদেশ ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচিতে পরিবর্তন এসেছে। ভেন্যু ঠিক থাকলেও বদলে গেছে তিন ম্যাচের তারিখ।

সোমবার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পূর্বের সূচি অনুযায়ী, হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল আগামী ২৩, ২৫ এবং ২৭ জুলাই। নতুন সূচিতে ম্যাচগুলো হবে ২২, ২৩ এবং ২৫ জুলাই।

তিনটি ম্যাচই শুরু হবে একই সময়ে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়)।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সফরের সম্প্রচার জটিলতা কাটাতে দুই দেশের মধ্যেকার বোর্ড আলোচনার মাধ্যমে এই সূচিতে পরিবর্তন হয়েছে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগামীকাল ২০ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে।

এমআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS