Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২১, ১৭:৩৮
আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৮:৩৫

করোনা ভয়ে অস্ট্রেলিয়ায় অলিম্পিয়ানদের প্রশিক্ষণ ক্যাম্প লকডাউন

করোনার ভয়ে অস্ট্রেলিয়ায় অ্যাথলেটদের প্রশিক্ষণ ক্যাম্প বন্ধ   
ছবি: রয়টার্স থেকে

টোকিও অলিম্পিক গেমসে যোগদানের জন্য শনিবার থেকে কোয়ারেন্টিনে থাকা অস্ট্রেলিয়ার অ্যাথলেটদের ক্যাম্পটি লকডাউন করে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্স জানিয়েছে, কেয়ার্নস শহরে ক্যাম্পটিতে থাকা অনেকেই মেলবোর্ন ভ্রমণ করেছে। তবে করোনা টেস্ট করে কারও শরীরে উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির অলিম্পিক কমিটি। তবে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এই ভয়ে প্রশিক্ষণ ক্যাম্পটি লকডাউন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটির মেডিকেল অফিসার ডেভিড হিউজেস জানান, প্রত্যেক অ্যাথলেটকে নিজ নিজ রুমে অবস্থান করতে বলা হয়েছে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশনা দেয়া হয়েছে। মানুষ চলাচলের সঙ্গেই যেহেতু করোনা সংক্রমণ জড়িত। তাই এমন সিদ্ধান্ত ।

জেএইচ

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS