Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২১, ১০:৫৩
আপডেট : ১৫ জুলাই ২০২১, ১১:১৩

বিরাটদের দলে করোনার হানা

ছবি- টুইটার

ইংল্যান্ড সফররত ভারতীয় দলের দুই সদস্যের করোনা শনাক্ত হয়েছে। ভারতের সংবাদ সংস্থা ‘এএনআই’ জানিয়েছে, দলের যে দুই সদস্য করোনা আক্রান্ত হয়েছে তাদের আইসোলেশনে রাখা হয়েছে আত্নীয়ের বাড়িতে।

এনএনআই জানিয়েছে, প্রথমে একজনের কিছু উপসর্গ দেখা দিলে তার কোভিড টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তার সংস্পর্শে আসা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হলে আরও এক ক্রিকেটারের ফলাফল পজিটিভ আসে।

এদিকে ভারতীয় গণমাধ্যম থেকে জানানো হচ্ছে, প্রথমে যিনি কোভিড শনাক্ত হন তিনি অনেকটা সেরে উঠেছেন। অন্যজন এখনও অসুস্থ।

সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর ক্রিকেটারদের ছুটি দেয়া হয় নিজেদের মতো সময় কাটানোর।

এই সময়ে অনেকেই ইউরো ক্যাপের ম্যাচ দেখতে উপস্থিত হন মাঠে। যেখানে ছিল গ্যালারি ভর্তি দর্শক। এমনও কথা ওঠে, অনেক করোনা আক্রান্ত দর্শকও ছিলেন মাঠে।

আগামী ৪ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে ২০ জুলাই রয়েছে প্রস্তুতি ম্যাচ।

এমআর/

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS