• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ঢাকার হাসপাতালে মুশফিকের বাবা-মা

আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২১, ২০:০৬
mushfiqur rahim father mother, rtv online
মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা ও মা রহিমা খাতুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের করোনায় আক্রান্ত বাবা-মা’কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার (১৪ জুলাই) দুপুরে বগুড়া থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় আনা হয়। তারপর রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নেয়া হয়।

পারিবারিক সূত্র জানিয়েছে, সন্ধ্যায় ঢাকায় প্রবেশ করেই সরাসরি হাসপাতালে নেয়া হয় তাদের।

এদিকে বাবা মাহবুব হামিদ তারা (৬০) ও মা রহিমা খাতুন (৫৬) অসুস্থ এমন সংবাদের শুনে এদিন জিম্বাবুয়ে থেকে বাংলাদেশের পথে রওনা দেন টাইগার উইকেট রক্ষক মুশফিকুর রহিম। সফরের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ না খেলেই দেশে ফিরছেন ক্রিকেট দলের অভিজ্ঞ এই সদস্য।

এর আগে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানান, বুধবার দুপুরে মুশফিকের বাবা-মা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা হন।

বগুড়া শহরের মাটিডালি এলাকার বসবাস মুশফিকের পরিবারের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ে সিরিজে আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা
এলপিএলের নিলামে নাম দিলেন তামিমসহ যেসব ক্রিকেটার
বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল
সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বিসিবির
X
Fresh