• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২১, ১৮:২৮
zimbabwe-select-xi-vs-bangladeshis-tour-match, tamim iqbal. rtv online
ফাইল ছবি

জিম্বাবুয়ের সফরে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করেছে তামিম ইকবালের দল।

বুধবার (১৪ জুলাই) হারারের তাকাসিংঘা স্পোর্টস ক্লাবে অর্ধশতক তুলেছেন অধিনায়ক তামিম। ওপেন করতে নেমে ৬২ বলে ৬৬ রান তুলেছেন তিনি। ১১টি চার ও ১টি ছক্কায় ইনিংসটি সাজান বামহাতি এই ব্যাটসম্যান।

৫২ বলে ২৫ রান করেন আরেক ওপেনার নাঈম শেখ। সাকিব আল হাসান ৬০ বল খেলে ৩৭ রান করেছেন। ৬ বলে ২ রান তুলেন লিটন দাস।

অন্যদিকে ৪২ বলে ৩৯ রান করা মোহাম্মদ মিঠুন এবং ৩৬ বলে ৩০ করা মোসাদ্দেক হোসেন সৈকত অন্যদের সুযোগ করে দিতে মাঠ ছেড়ে যান।

২৩ বলে ২৮ রান তুলেন আফিফ হোসেন। ১২ বল খেলে ১৮ রান করে ফিরেন নুরুল হাসান সোহান।

মোহাম্মদ সাইফ উদ্দিন ১০ বলে ১২ এবং মেহেদী হাসান মিরাজ ৩ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন।

জিম্বাবুয়ে সিলেক একাদশের হয়ে ওয়েসলে মাধবেরে, ভিক্টোর নায়ুচি ও ফারাজ আকরাম একটি করে উইকেট তুলে নেন।

বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নুরুল হাসান।

জিম্বাবুয়ে সিলেক্ট একাদশ

ফারাজ আকরাম, রায়ান বার্ল, সিকান্দার রাজা, চামু চিবাবা, টেন্ডাই চসরো, তানাকা চিবাঙ্গা, তিনাশে কামুনহুকামুয়ে, ওয়েসলে মাধবেরে, টিমচিন মারুমা, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, ভিক্টোর নায়ুচি ও ডিওন মায়ার্স।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে চোখ টাইগারদের
জয় দিয়ে সিরিজ শুরুর পর যা বললেন টাইগার অধিনায়ক
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জিম্বাবুয়ের মান বাঁচানো পুঁজি
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh