• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হারারে টেস্ট, প্রথম দিন

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৯৪ রান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২১, ১৩:০২
প্রথম ওভারেই ফিরলেন সাইফ
ছবি- সংগৃহীত

প্রথম দিন হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৯৪ রান। দলের হয়ে ১৪৭ বলে ৯৫ রানের ইনিংস খেলেন লিটন দাস। ৯২ বলে ৭০ রান করেন মুমিনুল হক। ১৪১ বলে ৫৪ রান করে অপরাজিত আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার সঙ্গে ক্রিজে রয়েছেন ১৫ বলে ১৩ রান করা তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের হয়ে তিনটি উইকেট তুলেছেন ব্লেসিং মুজারবানি। দুটি করে উইকেট তুলেছেন ডোনাল্ড তিরিপানো ও ভিক্টর নিয়াউচি। একটি উইকেট লাভ করেন রিচার্ড গারাভা।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তোলা হলো না লিটনের

আবারও শতকের খুব কাছে গিয়ে থামলেন লিটন দাস। মাত্র পাঁচ রানের জন্য শতক তোলা থেকে বঞ্চিত হলেন। ১৪৭ বলে ৯৫ রান করে বিদায় নিলেন তিনি।

লিটন-মাহমুদুল্লাহর শত রানের জুটি

বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টায় সফল বাংলাদেশ। ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলটির হাল ধরেন লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুইজনের মিলে একশ রানের জুটি গড়েন। ৬৭ ওভার পর দলীয় সংগ্রহ ২৩৬ রান। ১০৯ বলে ৭৩ রান তুলতে ১১টি চার হাঁকিয়েছেন লিটন। চারটি চারে ৯৮ বলে ৩৬ রান করে ক্রিজে আছেন মাহমুদুল্লাহ।

চা বিরতির আগে হাল ধরেছেন লিটন-মাহমুদুল্লাহ

১৬ মাস পর সাদা পোশাকে সুযোগ পেয়ে হাল ধরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। লিটন দাসের সঙ্গে গড়েছেন ৩৫ রানের জুটি। চা বিরতির আগে ৪৩ বলে ১৪ রান তুলেছেন মাহমুদুল্লাহ। দুটি চার এসেছে তার ব্যাট থেকে। অন্যদিকে ৫৬ বলে ২৬ রান করেছেন লিটন। চারটি চারের সাহায্যে ইনিংসটি সাজিয়েছেন তিনি। ৪৯ ওভার পর দলীয় সংগ্রহ ৬ উইকেটে ১৬৭ রান।

৭০ রান করে মুমিনুলের বিদায়

ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক তুলে মাঠ ছেড়েছেন মুমিনুল হক। বিদায়ে আগে ৯২ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। ইনিংসে ১৩টি চার হাঁকিয়েছেন তিনি। ভিক্টর নিয়াউচির বলে গালিতে থাকা ডিওন মায়ের্সের তালুবন্দি হন মুমিনুল। দলনেতা ফিরে যাওয়ার পর বলতে গেলে বিপদেই পড়তে হয়েছে টাইগারদের। ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান।

মুশফিকের পর ফিরে গেলেন সাকিব

২৯তম ওভারের চতুর্থ বলে মুজারাবানির এলবিডব্লিউ ফাঁদে পড়ে ফিরে যান মুশফিকুর রহিম। পরের ওভারে বল করতে আসে নিয়াচি। তৃতীয় বলে উইকেটরক্ষক রেগিস চাকাভার হাতে ধরা পড়লেন সাকিব আল হাসান। ৩০বলে দুই চারে ১১ রান তুলে বিদায় নেন মুশফিক। অন্যদিকে ৫ বলে ৩ রান করে ফেরেন সাকিব। ৩০ ওভার পর ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান।

বিরতির পর মুমিনুলের ১৪তম অর্ধশতক

৭০ রানে ৩ উইকেট হারিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। লাঞ্চের পর ফিরেই অর্ধশতক তুলে নিয়েছেন মুমিনুল হক। ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক তুলতে ৬৪ বল খেলেছেন টাইগার দলনেতা। ১০টি হার হাকিয়ে ইনিংসটি সাজান মুমিনুল। ২৮তম ওভারের শেষ বলেই অবশ্য ফিরে যেতে পারতেন বাম-হাতি এই ব্যাটসম্যান। ব্লেসিং মুজারাবানির বলে মিড অনে দাঁড়ানো অবস্থায় রিচার্ড গারাবা ক্যাচ ছেড়ে দেন মুমিনুলের।

অস্বস্তিতে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

মধ্যাহ্ন বিরতি: হারারেতে একমাত্র টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। দলে মাত্র দুই পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে দলে নেই তামিম ইকবাল।

ওপেনিংয়ে ব্যাট করতে নামেন সাইফ হাসান ও সাদমান ইসলাম। শুরুটা সুখকর হয়নি সাইফের বিদায়ে। ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে বিদায় নেন সাইফ।

এরপর ৪.২ ওভারের মাথায় সেই মুজারাবানির বলেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শান্ত (২)।

বিপদে পড়া দলকে খানিক স্বস্তি ফেরান মুমিনুল হক ও সাদমান ইসলাম। দুজনের জুটিটা বেশ ভালোই জমে ওঠে। তবে স্কোর বোর্ডে এই জুটি ৬০ রান যোগ করতেই রিচার্ড নাগারভার বলে ২৩ রান করে স্লিপে ক্যাচ দেন সাদমান।

মধ্যাহ্ন বিরতির আগে সাদমানের বিদায়ে আবারও ব্যাক-ফুটে বাংলাদেশ। মুমিনুল ৩২ রানে অপরাজিত থেকে ব্যাটিং শুরু করবেন বিরতির পর। রয়েছেন মুশফিকুর রহিম। ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭০ রান।

মুশফিকের আঙ্গুলে চোট

২২.৫ ওভার: ডান হাতের আঙ্গুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ রাউন্ড খেলতে পারেননি চোট পাওয়ায়। সেটি সেরে ওঠায় খেলছেন জিম্বাবুয়ের বিপক্ষে। তবে ব্যাট করতে নেমে রিচার্ড নাগারভার লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে চোট পেয়েছেন ডান হাতের আঙ্গুলে।

সাদমানের উইকেটও হারাল বাংলাদেশ

২০.১ ওভার: ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদ নামে বাংলাদেশ শিবিরে। ওপেনার সাইফ হাসানের শূন্য রানে বিদায়ের পর নাজমুল হোসেন শান্তর ২ রান করে ফেরা। ৪.২ ওভারে মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে ঘুরে দাঁড়ানোর ইংগিত দিচ্ছিলেন অধিনায়ক মুমিনুল হক ও ওপেনার সাদমান ইসলাম।

২০ ওভারে বাংলাদেশ যখন ২ উইকেটে ৭০ রান সংগ্রহ করে ঘুরে দাঁড়ানোর ইংগিত দিচ্ছিলেন ঠিক তখনই রিচার্ড নাগারভার বলে স্লিপে ক্যাচ দিয়ে ২৩ রান করে বিদায় নিয়েছেন সাদমান। মুমিনুল অপরাজিত আছেন আছেন ৩২ রানে। ব্যাট করতে নেমেছেন মুশফিকুর রহিম।

মুমিনুল-সাদমানের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দিচ্ছে বাংলাদেশ

১০.০ ওভার: হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে সফরকারীরা। দুই পেসার বাদে বাকি ৯ জন ব্যাটসম্যান নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। তবে ব্লেসিং মুজারাবানির প্রথম ওভারেই সাইফ হাসান (০) ফিরেন সাজঘরে। এরপর নাজমুল হাসান শান্তকেও ২ রানে ফেরান মুজারাবানি।

৮ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে টেনে তোলার চেষ্টায় রয়েছেন অধিনায়ক মুমিনুল হক ও সাদমান ইসলাম। ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান।

May be an image of one or more people, people playing sports, people standing and text that says 'Brighto PAINTS TEST TWORK ST10 RK ST FASTEST BILE NETWORK net'

সাইফের পর শান্তকেও ফেরালেন মুজারাবানি

৪.২ ওভার: শান্তকেও ফেরালেন মুজারাবানি। হারারেতে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে বাংলাদেশ। শূন্য রানে সাইফ হাসানের বিদায়ের পর শান্তও ফিরলেন ২ রান করে। মুজারাব্বানির বলে থার্ড স্লিপে থাকা ডিওন মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে।

প্রথম ওভারেই ফিরলেন সাইফ

০.৫ ওভার: প্রথম ওভারেই ব্লেসিং মুজারবানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাজে সময় কাটছে এই ওপেনারের। এ পর্যন্ত ৪টি টেস্ট খেলে ফেললেও ইনিংসে সর্বোচ্চ রান করেছেন মাত্র ৩৪।

দলে নেই তামিম, ফিরেছেন সাকিব ও মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ে সফরের আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় পাওয়া চোট থেকে সেরে উঠতে পারেননি তামিম ইকবাল। তাই তাকে ছাড়াই হারারে টেস্টে নেমেছে বাংলাদেশ দল।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন তিনি। এদিকে ১৬ মাস আগে টেস্ট দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদও ফিরেছেন টেস্ট দলে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (উইকেট-রক্ষক), ব্রেন্ডন টেলর (অধিনায়ক), কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।

May be an image of 1 person, standing and playing a sport

হারারেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

একমাত্র টেস্ট ম্যাচে হারারেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ। তবে এই ম্যাচে খেলা হচ্ছে না টাইগারদের সেরা ওপেনার তামিম ইকবালের।

চোটের কারণে আগেই গুঞ্জন ছিল তামিমের না খেলা নিয়ে। তবে টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল, টসের আগ পর্যন্ত অপেক্ষা করবে তামিমের জন্য। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই নামতে হচ্ছে বাংলাদেশকে।

দলে ফিরেছেন সাকিব আল হাসান। এছড়াও ১৬ মাস পর আবারও টেস্ট দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চোট কাটিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিমও।

একাদশে রাখা হয়েছে দুই পেসার। তাসকিন আহমেদের সঙ্গে রয়েছেন এবাদত হোসেন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh