• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ডিপিএল টি-টোয়েন্টি

মেহেদীর ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল মোহামেডান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২১, ১৩:২৪

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে টানা চতুর্থ হারের স্বাদ পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাকিব-তাসকিন ছাড়া দলটা ঘুরে দাঁড়াতেই হিমশিম খাচ্ছে দলটা। বৃহস্পতিবার সুপার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে হারল গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে।

বলতে গেলে গাজী গ্রুপের ওপেনার মেহেদী হাসান একাই হারিয়ে দিয়েছে মোহামেডানকে। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে মোহামেডানের দেয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গাজীর দুই ওপেনার মেহেদী ও সৌম্য সরকার জুটি গড়েন ৪১ রানের।

সৌম্য ১৭ বলে ২২ রান করে শুভাগত হোমের বলে ক্যাচ দিয়ে ফিরেন সাজঘরে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাকিরাও খেই গারান। ইয়াসির আলীর ১১ আর আকবর আলীর ১১* রান ছাড়া বাকি পাঁচ ব্যাটম্যানই পারেনি দশ রানের কোঠা পার হতে।

দলের এমন অবস্থায় দাঁড়িয়ে মোহামেডানের বোলারদের উপর ঝড় চার-ছয়ের বইয়ে দেন মেহেদী হাসান। অর্ধশতক পূর্ণ করে যখন সেঞ্চুরির পথে, দলের জিততে লাগে ৫ রান। তখনই ইয়াসির আরাফাতের বলে এলবিডব্লু হয়ে ৯২ রান করে ফেরেন সাজঘরে। ৫৮ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছয়। বাকি ৫ রান তুলে দলকে ৩ উইকেটে জেতান আকবর আলী।

মোহামেডানের হয়ে ৩ উইকেট নেন আসিফ হাসান। ২টি করে উইকেট নেন শুভাগত হোম ও ইয়াসির আরাফাত।

এর আগে সকালে টসে হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় মোহামেডান। শুরুতে পারভেজ হোসেনের ৪১ (৩২) রানের ইনিংস, এরপর ইরফান শুক্কুর করেন ২৮ (২২) রান।

তবে ব্যাত হাতে গুরুত্বপূর্ণ ৫৯ (৩১) রানের ইনিংস খেলেন অধিনায়ক শুভাগত হোম। শেষে মাহমুদুল হাসান করেন ১৪ রান। সবমিলে ৬ উইকেটে দলের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।

গাজী গ্রুপের হয়ে ২টি করে উইকেট নেন রাকিবুল আতিক, নেহেদী হাসান ও মহিউদ্দিন তারেক।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক ম্যাচেই ৭ উইকেট শিকার, যা বললেন রনি
X
Fresh