• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কলম্বিয়াকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছি: তিতে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১৭:৩৭
tite neymar brazil, rtv online
ছবি- সংগৃহীত

কোপা আমেরিকা কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। রিও ডি জেনিরোতে খেলাটি শুরু হবে বাংলদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টায়। কলম্বিয়াকে শক্ত প্রতিপক্ষ মানছেন ব্রাজিল কোচ তিতে। আর জয় দিয়ে নকআউট পর্ব নিশ্চত করতে চায়, কলম্বিয়া।

লাতিন আমেরিকার বিশ্বকাপ। শেষ মুহূর্তের আয়োজক ব্রাজিল। করোনা অতিমারিতে মাঠে নেই দর্শক। তাই ঠিক যেনো আলোর নিচে আসতে পারছে না এবারের আসর। তাতে বিকার নেই ব্রাজিলের। শিরোপাটা তাদের ঘরে তোলা চাই। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে সাত গোল বলছে সে কথাই।

কোচ তিতের ছোঁয়ায় বদলে যাওয়া ব্রাজিল যেনো দুর্বার। শেষ পাঁচ ম্যাচে শতভাগ জয় হজম করেনি একটিও গোল। কোপায় এবার কলম্বিয়া চ্যালেঞ্জ। তিতে বলছেন সহজ হবে না কাজটা।

‘দিনের পর দিন আমরা ভালো খেলার চেষ্টায় আছি। কিছু বদল থাকবে। তবে মূল দলটিই নিয়েই মাঠে নামানোর চেষ্টা করবো।’

তিন ম্যাচ খেলে ফেলেছে কলম্বিয়া। ইকুয়েডোরের বিপক্ষে জয়ে শুরু। তবে খেই হারিয়েছে পরের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে। আর সব শেষ ম্যাচে হেরেছে পেরুর কাছে। তাই নকআউট পর্ব নিশ্চিত করতে সেলেসাওদের ঘাড়ে মরনকামড় বসাতে চায় কলম্বিয়া।

দুই দলের শেষ দশ দেখায় চারটিতে জিতেছে ব্রাজিল। এক ম্যাচে জয় কলম্বিয়ার। বাকি পাঁচ ম্যাচ ড্র হয়েছে।

তিতের ভাষ্য ‘আমরা কলম্বিয়াকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছি। সাম্প্রতিক সময়ে তাদের বিপক্ষে খেলতে বেশ কষ্ট পেতে হয়েছে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট, যুবককে পিটুনি
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
X
Fresh