• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শেষ দিন থাকবে রৌদ্রজ্জ্বল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১১:৫৩
ছবি- ক্রিকইনফো

বৃষ্টি বেশ ভুগিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটাকে। যদিও বৃষ্টির কথা মাথায় রেখেই একদিন রিজার্ভ-ডে রেখেছিল আইসিসি।

ফাইনাল শুরুর প্রথম দিনেই ভারী বৃষ্টিতে আন্দাজ করা যাচ্ছিল রিজার্ভ-ডে তে যাবে খেলা। শেষ পর্যন্ত সেটাই হলো। প্রথম আর চতুর্থ দিনে বল মাঠেই গড়ায়নি বৃষ্টির কারণে।

আজ বুধবার ষষ্ঠ দিন অর্থাৎ শেষ দিনে খেলতে নামবে ভারত-নিউজিল্যান্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

পঞ্চম দিন শেষে নিউজিল্যান্ডের থেকে ভারত এগিয়ে ৩২ রানে। জয় পেতে হলে শেষ দিন দ্রুত রান তুলে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠাতে হবে। নিতে হবে কিউইদের ১০টি উইকেট।

কেউ বলছেন ম্যাচ ড্র হবে, আবার কেউ বা বলছেন ভারত ঠিকই বের করে আনবে ম্যাচ। এমন সমীকরণে দেখতে হবে আকাশের বার্তাটাও।

ইংল্যান্ডের আবহাওয়া বিভাগের খবরে বলা হচ্ছে, ষষ্ঠ দিনেই সাউদাম্পটনের আকাশ থাকবে সব চেয়ে পরিষ্কার। নেই বৃষ্টির সম্ভাবনা। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh