• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মঙ্গলবার ওমানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২১, ২১:০৮

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী ওমানের। এই ম্যাচের আগে গ্রুপ পর্বে এঁকোটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ।

২০১৯ সালে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র ছাড়া আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করাটাই অর্জন জামাল ভুঁইয়াদের। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় জেমি ডের শিষ্যরা। সেই হারের ক্ষত নিয়ে মঙ্গলবার ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই ম্যাচকে সামনে রেখে সোমবার বাংলাদেশ দলের ডিফেন্ডার তপু বর্মন জানিয়েছেন, ওমানের সঙ্গে পূর্বের ম্যাচের অভিজ্ঞতা আর সাম্প্রতিক সময়ে তাদের খেলা দেখে কাজ করেছে দল।

“ওমান সম্পর্কে আমাদের খুব ভাল ধারণা আছে। তাদের খেলা আমরা দেখেছি। তারা আফগানিস্তান ও কাতারের সাথে খেলেছে, সেখানে আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি, তাদের স্ট্রং ও উইক পয়েন্ট। আমাদের কোচ এটা নিয়ে কাজ করছে যে তাদেরকে কিভাবে আটকাবো এবং তাদের কিভাবে আক্রমণ করবো, এটা নিয়ে অনুশীলনে কাজ করেছি।”

তবে তপু মনে করিয়ে দেন, ভালো কিছু দেখতে হলে দল হিসেবে পারফরম্যান্স করতে হবে।

“আমার মনে হয় যদি টিম ওয়ার্ক যদি ভাল পারফর্ম করতে পারে তবে ওদের কাছ থেকে ১ পয়েন্ট হলেও নেওয়া সম্ভব। আমরা আশা করি ভাল একটা পার্ফরমেন্স করব আগামীকাল, আর বিশ্বকাপ বাছাই পর্বের এটা শেষ ম্যাচ। আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ভাল একটা রেজাল্ট নিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারি।”

তবে বাংলাদেশ দলের একাদশে এই ম্যাচে পাওয়া হচ্ছে না অধিনায়ক জামাল ভুঁইয়া, রহমত মিয়া ও বিপলু আহমেদকে। গত ম্যাচগুলোতে হলুদ কার্ড থাকার কারণে দর্শক হিসেবেই থাকতে হচ্ছে শেষ ম্যাচে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
X
Fresh