Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাঢ় ১৪২৮

ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসনের ইতিহাস

Anderson COOK, RTV ONLINE
অ্যালিস্টার কুক ও জেমস অ্যান্ডারসন

ইংল্যান্ডের হয়ে টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন। বৃহস্পতিবার (১০ জুন) নিউজিল্যান্ডের বিপেক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামেছেন তিনি। ফলে অ্যালিস্টার কুককে পেছনে ফেলে জাতীয় দলের হয়ে সবেচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ডানহাতি এই পেসার।

লর্ডসে সিরিজের প্রথম টেস্টে সাবেক ব্যাটসম্যান কুকের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন অ্যান্ডারসনের। এদিন রেকর্ডে মালিক বনে গেলেন। ইংলিশদের জার্সিতে সবচেয়ে বেশি ১৬২টি টেস্ট খেলতে নেমেছেন তিনি।

টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন ইংলিশ তারকা।

এজবাস্টনে রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ৩৮ বছর বয়সী জিমির। আগেই পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির সিংহাসন দখল করেছেন। ১৬১ টেস্টে খেলে ৬১৬টি উইকেটের মালিক তিনি।। কিউইদের বিপক্ষে চারটি উইকেট তুললেই ভারতীয় লেগ-স্পিনার অনিল কুম্বলেকে পেছনে ফেলবেন। এতে সাদা পোশাকে উইকেট শিকারের তালিকায় তিন নম্বর উঠে আসবেন তিনি।

ওয়াই

RTV Drama
RTVPLUS