• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ডিপিএল টি-টোয়েন্টি

রুবেলের শেষ ওভারে রাব্বির ছয়ের ঝড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ১৪:৫১

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও প্রাইম দোলেশ্বরের হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ পর্যন্ত প্রাইম ব্যাংক জিতে নিলেও দশ নম্বরে ব্যাট করতে নেমে চার-ছক্কার ঝড় উঠিয়েছিলেন কামরুল ইসলাম রাব্বি।

শেষ ওভারে জয়ের জন্য প্রাইম দোলেশ্বরের দরকার ছিল ৩১ রান। স্ট্রাইকে ছিলেন কামরুল ইসলাম রাব্বি, বোলার ছিলেন রুবেল হোসেন। ওই ওভারে চারটি ছক্কায় রাব্বি তুলেন ২৭ রান। ৫ বলে এসেছিল ২৬ রান। জিততে শেষ বলেও দরকার ছিল ছক্কার। কিন্তু রাব্বি নিতে পারেন ১ রান (৬, ২, ৬,৬,৬, ১)। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক।

রাব্বির ব্যাটেই আসে দোলেশ্বরের সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস। এছাড়া ২২ রান করেন মার্শাল আইয়ুব, ২১ রান করেন ফজলে মাহমুদ।

প্রাইম ব্যাংকের পক্ষে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নেন রুবেল হোসেন, শরিফুল ইসলাম এবং ১টি করে নেন নাঈম হসান ও অলোক কাপালি।

এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুনের ৩০ বলে ৫৫, এনামুল হক বিজয়ের ২৯ (১৮), অলোক কাপালির ২৬ (১৪) ও নাহিদুল ইসলামের ২০ (১৮) রানে ভর করে ৭ উইকেটে ১৫১ রান তোলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

দোলেশ্বরের পক্ষে ২ উইকেট নেন কামরুল ইসলাম। এছাড়া ১টি করে উইকেট নেন এনামুল হক, শামিম হোসেন, তাইবুর রহমান ও রেজাউর রহমান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh