Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২২ জুন ২০২১, ৮ আষাঢ় ১৪২৮

ছেত্রী চান না মেসির সঙ্গে নিজের তুলনা

সুনীল ছেত্রী

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে সোমবার বাংলাদেশের মুখোমুখি হয় ভারত। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকলেও ৭৯ ও অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় জোড়া গোল দিয়ে ম্যাচ জেতান ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।

ওই দুই গোলেই ছাড়িয়ে যান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল সংখ্যা ৭২ আর ছেত্রির ৭৪। অবসর নেননি এমন ফুটবলারের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোই আছেন এখন শুধু ছেত্রীর উপর ১০৪ গোল নিয়ে।

ভারতীয় অধিনায়কে এমন কীর্তির পর অনেকে মেসির থেকেও বড় তারকা বানিয়ে দেন সুনিলকে। বাংলাদেশ ম্যাচের পর ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাতকারে সুনিল বলেছেন, মেসির সঙ্গে তার তুলনা চলে না।

‘মেসি, রোনালদো এদের সঙ্গে আমার কোনও তুলনাই চলে না। যারা ফুটবলটা বোঝেন তারা ভালো জানেন। পৃথিবীতে এমন হাজারো ফুটবলার আছেন যারা আমার থেকে অনেক ভালো খেলেন। তারাও মেসির ভক্ত, আমি নিজেও।’

ছেত্রির জোড়া গোলে বাংলাদেশকে হারিয়ে ২০২৩ এশিয়ান কাপের পরের রাউন্ডে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রেখেছে ভারত। আগামী ১৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে।

এমআর/

RTV Drama
RTVPLUS