• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জয়ে ফিরতে মরিয়া কলকাতা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ এপ্রিল ২০১৭, ১৯:১০

ঘরের মাঠে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে শেষ ম্যাচে হেরেছিলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এদিকে দ্বিতীয় স্থানে থাকলেও প্রথম স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স দুই ম্যাচ বেশি জিতে রয়েছে।

ফলে প্রথম দুইয়ের লড়াইয়ে টিঁকে থাকতে রোববার ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারাতে হবে কলকাতাকে। এমনিতে ঘরের মাঠে কেকেআর ভালোই শুরু করেছে। তিনটি ম্যাচ খেলে দু'টিতে জিতেছে। একটিতে হারতে হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে কেকেআর। এই অবস্থায় শক্তিশালী আরসিবি কতটা প্রতিরোধ গড়ে তোলে তা সময়ই বলবে।

বিরাট কোহলির আরসিবি এই মুহূর্তে লিগ তালিকায় ৭ নম্বরে রয়েছে। এআসরে ভালো শুরু করতে পারেনি গেইল-ডিভিলিয়ার্সের দল। কোহলির অনুপস্থিতিও বড় ধাক্কা দিয়েছে। তবে শেষ ম্যাচে গেইলের ছন্দে ফেরায় স্বস্তি আরসিবি শিবিরে। কোহলি নিজে ছন্দে রয়েছেন। ডিভিলিয়ার্সও তাই। ফলে ব্যাটিং দিয়ে প্রতিপক্ষকে কাত করার ক্ষমতা রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

অন্যদিকে কলকাতার দলে ব্যাটিং-বোলিং দুদিকেই ভারসাম্য রয়েছে। শেষ ম্যাচে হারতে হলেও ভালো ব্যাটিং করেছে কলকাতা। গৌতম গম্ভীর, রবীন উথাপ্পা, মনীশ পান্ডে, ইউসুফ পাঠানরা ছন্দে রয়েছেন। এছাড়া বোলিংয়ে উমেশ যাদব, সুনীল নারিনরা প্রতিপক্ষকে বিশেষ সুযোগ দিচ্ছেন না। এই অবস্থায় টসে জিতে ফিল্ডিং নিতে পারলে এগিয়ে থাকবেন গম্ভীররা।

এই ম্যাচ জিতলে প্লে অফের দিকে অনেকটাই এগিয়ে যাবে কেকেআর। অন্যদিকে আরসিবি জিতলে লিগের দৌড়ে থাকবে। আর হেরে গেলে লিগের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে বিরাট কোহলির দল।

কলকাতা নাইট রাইডার্স:

গৌতম গম্ভীর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, পীযূষ চাওলা, নাথন কুল্টার-নাইল, কলিন ডি গ্র্যান্ডহোম, ঋষি ধাওয়ান, সায়ন ঘোষ, সাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ইশাঙ্ক জাগ্গি, ড্যারেন ব্র্যাভো, কুলদীপ সিং, ক্রিস ওকস, ক্রিস লিন, সুনীল নারিন, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, অঙ্কিত রাজপুত, সূর্যকুমার যাদব, রবীন উথাপ্পা, উমেশ যাদব।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু:

বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, মনদীপ সিং, শেন ওয়াটসন , কেদার যাদব (উইকেটকিপার), ট্রাভিস হেড, শচীন বেবি, স্টুয়ার্ট বিনি, তাইমল মিলস, শ্রীনাথ অরবিন্দ, অঙ্কিত চৌধুরী, য়ুজবেন্দ্র চাহাল, পবন নেগি, হর্ষল প্যাটেল, অ্যাডাম মিলনে, ইকবাল আবদুল্লা, স্যামুয়েল বদ্রি, আবেশ খান, তাবরেইজ শামসি, প্রবীণ দুবে, বিলি স্ট্যানলেক, এবি ডিভিলিয়ার্স।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh