• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কোপার আগে পদত্যাগের কোনও চাপ নেই: ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২১, ১৮:৩৭
Copa America: Brazil tite neymar, rtv online
ব্রাজিলের কোচ তিতের সঙ্গে নেইমার

কোপা আমেরিকা খেলতে চায় না ব্রাজিল। এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর গুঞ্জন রটেছে প্রধান কোচ তিতেকে ছাটাই করতে চলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যদিও তিতে জানিয়েছেন তার ওপর কোনও চাপ নেই।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকার যৌথ আয়োজক ছিল আর্জেন্টিনা ও কলোম্বিয়া। কলোম্বিয়া চলছে রাজনৈতিক অসন্তোষ। অন্যদিকে আর্জেন্টিনায় করোনা প্রকোপ বেড়েছে। তাই নতুন আয়োজক হিসেবে ব্রাজিলের নাম প্রকাশ করা।

স্বল্প সময়ে বিশাল এই টুর্নামেন্ট কতটুকু সফলভাবে আয়োজন করা যায় সেটাও এক বিশাল চ্যালেঞ্জ বলে মনে করছিল লাতিন গণমাধ্যমগুলো। তার মধ্যেই খবর আসে খোদ নেইমাররাই খেলতে আগ্রহী নন। পাশাপাশি ব্রাজিল কোচ তিতেকে ছাটাই করার গুঞ্জনও শুরু হয়।

বুধবার (৯ জুন) প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিতে। ছাটাই অথবা পদত্যাগের কোনও চাপ আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি ‘না’ বলে দেন।
‘আমরা প্রতিটা পরিস্থিতিকে সম্মান দেই। তাই কোচিং স্টাফ ও খেলোয়াড়রা নিজেদের মত প্রকাশ করি। বিগতে দিনে যা করেছি তাতে আমরা নিজেদের গর্বিত মনে করি। আমরা ভালো করেই জানি জাতীয় দলের জন্য কোনটা গুরুত্বপূর্ণ।’

‘আমি আমার কাজ ও ব্রাজিল জাতীয় দলকে খুব শ্রদ্ধা করি। বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বে লড়ছি। নিজেদের অবস্থান জানান দিয়েই আমরা মূল পর্বে জায়গা নিশ্চিত করতে চাই।’

এদিকে দেশটির ফুটবল সংস্থা থেকে ৩০ দিনের জন্য চেয়ারম্যান রজেরিও কোবাক্লোকে অপসারণ করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

নিষেধাজ্ঞা পাওয়ার পর সিবিএফের প্রধান জানান, ‘খেলোয়াড়রা কখনও কোপা আমেরিকা বয়কটের কথা বলেননি। আমার মনে হয় না এমন কিছু হবে। আমাদের তিতের ওপর আস্থা রয়েছে। আশকরি তার অধীনেই ব্রাজিল দল ২০২২ বিশ্বকাপে অংশ নেবে।’

তার উপর আনা অভিযোগের বিষয়ে রজেরিও কোবাক্লো বলেন, ‘আমি কোনও মন্তব্য করবো না। আমার আইনজীবী বিষয়টি দেখছেন। আমি নির্দোষ। আমি জানি সিবিএফ প্রধান হিসেবে আবারও ফিরবো। আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, সাবেক স্ত্রী সবাই আমার পক্ষেই রয়েছেন।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট, যুবককে পিটুনি
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ
X
Fresh