• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গোল শূন্য প্রথমার্ধে পিছিয়ে ছিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২১, ২০:৫১

বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগের খেলায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে গ্রুপ 'ই' এর খেলায় প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্যতে।

ম্যাচের শুরুতে নয় মিনিটের মাথায় রাকিবের করা থ্রো থেকে ডি বক্সে বল পেয়েও সহজ সুযোগ মিস করেন তারিক কাজী।

আরও পড়ুন...শুরুতেই হলুদ কার্ড দেখলেন রাকিব

এরপর ১১ মিনিটের মাথায় বিপিন সিংয়ের লম্বা শট ডি বক্সে পান উদান্ত সিং। তবে সেটা বাংলাদেশ দলের ডিফেন্সের কল্যাণে বেঁচে যায়।

প্রথমার্ধের ৩৬ মিনিটে কর্নার থেকে পাওয়া বল থেকে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ১৭ নাম্বার জার্সি-ধারী শাহিদুল।

তবে সব মিলে পিছিয়েই ছিল বাংলাদেশ। ভারতের নেয়া ৬টি শটের পরিবর্তে বাংলাদেশ নিয়েছে ২টি। যেখানে টার্গেট শট ছিল ভারতের ২টি, বাংলাদেশের ১টি।

৭৪% বল দখলে নেয় ভারত, ২৬% দখল নেন জামাল ভুঁইয়ারা। বাংলাদেশের ২টি হলুদ কার্ডের (২ মিনিটের মাথায় রাকিব হোসেন ও ৩৪ মিনিটে রহমত মিয়া) পরিবর্তে কোনো কার্ড দেখতে হয়নি সুনীল ছেত্রিদের।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধের হুঁশিয়ারি মেটার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
X
Fresh