Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৯ জুন ২০২১, ৫ আষাঢ় ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২১, ১৯:৩৯
আপডেট : ০৭ জুন ২০২১, ১৯:৪২

বাংলাদেশ-ভারত ম্যাচের শুরুর একাদশ

ছবি- সংগৃহীত

খানিক বাদেই মাঠে নামছে বাংলাদেশ-ভারত। কাতারের দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ পর্বে নিজেদের মধ্যে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দল দুটি।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথম লেগের খেলায় ৬৭ হাজার দর্শককে স্তব্ধ করে প্রথমার্ধে এগিয়ে যায় সফরকারীরা।

শেষ মুহূর্তে গোল করে ম্যাচে ফিরে আসে ভারত। ফিরতি ম্যাচটি ঘরের মাটিতে খেলার কথা ছিল জামাল ভূঁইয়াদের। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় এশিয়ান অঞ্চলের ‘ই’ গ্রুপের ম্যাচগুলো কাতারের মাটিতেই আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

আজ ফিরতি লেগের ম্যাচে দুই দলই শুরুর একাদশ সাজিয়েছে সেরাদের নিয়ে।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, রহমত মিয়া, তপু বর্মন, জামাল ভুঁইয়া (অধিনায়ক), মাশুক মিয়া, বিপ্লব আহমেদ, মতিন মিয়া, তারিক আজিজ, রিয়াদুল হাসান, মানিক মোল্লা, রাকিব হোসেন।

ভারত একাদশ: গুরপ্রিত সিং, শুভাশিষ ভোস, চিংগ্লেনসানা সিং, সান্দেশ, গ্ল্যান মার্টিন্স, মানভির সিং, ব্রেন্ডন ফার্নান্দেস, সুনীল ছেত্রি (অধিনায়ক), বিপিন সিং, উদান্তা সিং ও সুরেষ সিং।

এমআর/

RTV Drama
RTVPLUS