• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

‘কোহলি-উইলিয়ামসনের নেতৃত্বের পরীক্ষা হবে ফাইনালে’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ২১:০৩

ব্যাট হাতে কে সেরা, বিরাট কোহলি নাকি কেইন উইলিয়ামসন? এই প্রশ্নের পিঠে তর্ক-বিতর্কের শেষ নেই। সবশেষ এই প্রশ্নে কেইন উইলিয়ামসনকে সেরা বলে বেশ বিপাকেই পড়তে হয়েছিল সাবেক ইংলিশ ব্যাটসম্যান মাইকেল ভনকে।

সেই বিতর্কে আর না যাওয়াই ভাল। তবে দুজনেইতো অধিনায়ক। এখানে কে সেরা? এই তর্কে কে জিতবে, বিরাট নাকি উইলিয়ামসন!

নিউজিল্যান্ডের সাবেক সাবেক কোচের দায়িত্বে থাকা মাইক হেসনের অভিজ্ঞতা রয়েছে দুজনের সঙ্গেই কাজ করার। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত কিউইদের হেড কোচ থাকা হেসন এখন দায়িত্ব পালন করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ক্রিকেট অপারেশন্সের।

দুজনকেই অনেক কাছে থেকে দেখা হেসন বলছেন, তাদের নেতৃত্ব একেবারেই আলাদা। তবে তারা দুজনেই সফল।

“দুজনই দারুণ অধিনায়ক। যদিও দুজনের নেতৃত্ব সম্পূর্ণ ভিন্ন। এক্ষেত্রে দুজনই এখনও সফল। কেন না, দলের সবাই তাদের অধিনায়ককে অনুসরণ করে।”

আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনের রোজ বোলে শুরু হবে ফাইনাল ম্যাচটি। হেসন মনে করছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হবে দুজনের সেরার প্রমাণ। সম্প্রতি ক্রিকবাজকে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানান তিনি।

“কেইন উইলিয়ামসন যেমন চাপ সামলাতে পছন্দ করেন, তেমনই সময় নিয়ে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পছন্দ করেন। আর বিরাট পথ খুঁজেন সব সময় এগিয়ে থাকার। তাই ফাইনাল ম্যাচটা হবে দুজনের সেরা হবার লড়াই। এখানে দেখা যাবে দুজনের অধিনায়কত্বের কৌশলগুলো কীভাবে পরিবর্তন করে তারা।”

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির!
দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট
ভারতের হারে সুসংবাদ পেল বাংলাদেশ
X
Fresh